শিলিগুড়ি: শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে উদ্ধার হওয়া তিনটে ক্যাঙারুর (Kangaroo) মধ্যে মৃত্যু হল একটির। সুত্রের খবর, শুক্রবার রাতে একটি ক্যাঙারুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অতি দুর্বলতার জন্যই তার মৃত্যু হয়েছে বলে জানায় পার্কের অধিকর্তা। তবে বাকি দুই ক্যাঙারু সুস্থ রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এ বিষয়ে বেঙ্গল সাফারির পক্ষ থেকে কোন তথ্য পাওয়া যায়নি।
জলপাইগুড়ির (Jalpaiguri) গাজলডোবা থেকে ২টি ক্যাঙারু উদ্ধার (Kangaroos Rescued) করে বন দফতর। প্রাথমিক অনুমান, ক্যাঙারুগুলি ভিন রাজ্যে পাচার করা হচ্ছিল। গাজলডোবার রাস্তায় বন কর্মীদের টহল দিতে দেখে ক্যাঙারুগুলিকে ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। উদ্ধার হওয়া ক্যাঙারুগুলিকে বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এর আগে গত ১২ মার্চ অসম সীমান্তের বারোবিশা এলাকায় পাচারকারীদের খপ্পর থেকে একটি ক্যাঙারু উদ্ধার করে পুলিস।
মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে এই নিয়ে দুটি বন্যপ্রাণির মৃত্যু ঘটনা ঘটল।
আরও পড়ুন: WB Weather Forescast: তীব্র গরমে স্বস্তির খবর, এবার আসছে কালবৈশাখী