জলপাইগুড়ি: বানারহাটের কলাবারি থেকে জলপাইগুড়িগামী সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। জাতীয় সড়কের ওপরে দাউ দাউ করে জ্বলে উঠল একটি বাস। ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়। হতবাক বাসের যাত্রীরাও। অল্পের জন্য প্রাণে বাঁচেন তারা। ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়কের ময়নাগুড়ির উল্লাডাবরিতে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল।
পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, হঠাৎই সরকারি বাসটিতে ইঞ্জিনের গরম হয়ে যাবার ফলেই শর্টসার্কিট থেকে আগুন লাগে। তড়িঘড়ি বাসের যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সরকারি বাসের যাত্রীরা বাসের কর্মীরা।