কলকাতা: রাজ্যে আইনের শাসন নেই বলে মঙ্গলবার আলোচনার জন্য মু্খ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ এবার রাজ্যের মুখ্য সচিব সিএস দ্বিবেদী ও প্রধান অর্থ সচিব মনোজ পন্থ ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ বুধবার বিকেল চারটে নাগাদ রাজভবনে তাঁদের ডেকে পাঠানো হয়েছে৷ সাংবিধানিক নিয়ম পালনে রাজ্যের আইএএস অফিসারদের মধ্যে অবহেলা দেখা যাচ্ছে বলেও টুইটে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল৷
https://twitter.com/jdhankhar1/status/1509089194387288064?s=20&t=pyfvZU0Ey4xrmIbvfzGq1Q
হঠাৎ তলবের কারণ ব্যাখ্যায় ধনখড় তাঁর টুইটে লেখেন, ওই দুই প্রশাসনিক কর্তার তরফে নিরন্তর সাংবিধানিক অসহযোগিতার কারণেই রাজভবনে ডাকা হয়েছে৷
রাজ্যপাল জগদীপ ধনখড় বিভিন্ন বিষয়ে মুখ্যসচিবের কাছে জানতে চেয়েছিলেন। জরুরি তথ্য রাজ্যপালকে জানাবেন বলেও কথা দেন মুখ্যসচিব। ১৫ দিনের মধ্যেই তা জানানোর কথা ছিল। কিন্তু সময় পেরনোর পরও কোনও তথ্য এসে পৌঁছয়নি রাজ্যপালের কাছে, দাবি রাজ্যপালের। পড়ে থাকা বিষয়গুলির সমাধান হয়নি ।