উৎসবের মরসুম, দেবী আরাধনায় মেতেছে দেশ৷ কিন্তু মেয়েদের বিরুদ্ধে একের পর একে অত্যাচার বা দুষ্কর্মের ঘটনার কোনও অভাব নেই। মহারাষ্ট্র, কর্নাটক, উত্তরপ্রদেশে এই একমাসেই উঠে এসেছে মহিলাদের বিরুদ্ধ দুষ্কর্মের ঘটনা। অবাক লাগলেও এটাই বাস্তব। যুগ পাল্টেছে, কিন্তু মানসিকতার বদল সেভাবে ঘটেনি।সমাজের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্য৷ তবু উন্নয়নশীল দেশ হিসেবে কন্যাসন্তানের প্রতি অবিচার, দেশজুড়ে মহিলাদের বিরুদ্ধে হিংসা ও অপরাধের ঘটনা আজও অব্যাহত। তাই প্রত্যেক বছর আরও বেশি করে প্রাসঙ্গিক ‘ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড’।
পুরুষতান্ত্রিক সমাজে ঘর কিংবা বাইরে আজও নারীপুরুষের মধ্যে ভেদাভেদ অব্যাহত। তা শিক্ষাক্ষেত্রই হোক কিংবা কর্মক্ষেত্র। তাই প্রত্যেক বছরের মতো এ বছরও উওমেন এমপাওয়ারমেন্ট, জেন্ডার ইকুয়ালিটির মতো ইস্যু নিয়ে নতুন উদ্যোগে কাজ করার লক্ষ্যে পালিত হচ্ছে এই দিন, ১১ অক্টোবর।
Digital connectivity for girls is a matter of human rights.
On Monday’s #DayOfTheGirl, join @UNFPA‘s call for making the Internet a safer and more inclusive space for everyone. https://t.co/RVJKqxPqgR #StandUp4HumanRights pic.twitter.com/77LGR7Gljk
— United Nations (@UN) October 11, 2021
১৯৯৫ সালে বেজিংয়ে আয়োজিত ওয়ার্ল্ড কনফারেন্স অন উওমেনে ঠিক হয়, মেয়েদের সমস্যা এবং বিভিন্ন রকমের বাধাবিপত্তি নিয়ে আলোচনা অত্যন্ত জরুরি। এই মর্মে একটি ইন্টারন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন শুরু করা হয়। যার বিষয় ঠিক করা হয় অল্পবয়স্ক মহিলাদের সমস্যা নিয়ে পর্যালোচনা। এরপর ২০১১ সালে, প্রত্যেক বছর আজকের দিন ১১ অক্টোবরকে ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপুঞ্জ।
এই দিনটি উদযাপনের মাধ্যমে মহিলাদের সমান অধিকার, সমান সুযোগ ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সুর চড়ানোর আহ্বান জানানো হয়।
এ বছর ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ডের থিম রাখা হয়েছে ডিজিটাল জেনারেশন, আওয়ার জেনারেশন। অতিমারির আবহাওয়ায় ইদানীং অনলাইনের উপর বেশী করে নির্ভর হয় পড়ছি আমরা সকলেই। এই অবস্থায় বিশ্বজুড়ে ছেলে এবং মেয়েদের মধ্যে বিভেদ আরও বেড়েছে। কারণ, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে ডিজিটাল ডিভাইস ছেলেদের কাছে যত সহজে পৌঁছয়, মেয়েদের কাছে তা পৌঁছয় না। আর এই কারণে যোগাযোগ স্থাপন, আধুনিক সরঞ্জাম, ব্যবহার করা এবং দক্ষতার নিরিখে নতুন করে ছেলে ও মেয়েদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। তাই এই প্রযুক্তিগত বিভাজন বা ডিজিট্যাল ডিভাইড মেটাতে এ বারের জন্য এই থিম বেছে নিয়েছে রাষ্ট্রপুঞ্জ।