Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
IND vs SLTest: বিরাটের এবার ‘মিশন পিঙ্ক বল’
মোহালি থেকে দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ০৮:৩৮:৫৪ পিএম
  • / ৩১০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

মঙ্গলবার টিম ইন্ডিয়ার নেট প্র্যাকটিসটা বাধ্যতামূলক ছিল না। দল বুধবার সকালে উড়ে যাচ্ছে বেঙ্গালুরু। সেখানে পরের টেস্ট ১২ মার্চ থেকে। দিনরাতের টেস্ট। মনে – পিঙ্ক বলের টেস্ট। লাল বল থেকে এবার পিঙ্ক বলের লড়াই। সিরিজের প্রথম টেস্ট মোহালিতে তিনদিনে জেতা হয়ে গেছে। গতকাল সকলে বিশ্রাম নিয়েছেন। কিন্তু যে দলে বিরাট কোহলি থাকেন, যে দলের কোচ রাহুল দ্রাবিড় – সেই দল পরপর দুদিন হোটেলের রুমে কাটাতে পারে! পারে না। তাই পিঙ্ক বল নিয়ে মঙ্গলবার দুপুরে টানা তিন ঘন্টার ব্যাটিং – বোলিং সারতে দেখা গেল টিম ইন্ডিয়ার একটি অংশকে।

এই অংশে ছিলেন না দলের নেতা রোহিত শর্মা। ছিলেন না ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা। ছিলেন না, নজির গড়ে ফেলা অশ্বিন। আর নেই ম্যাচে খেলা দুই পেসার। সঙ্গে উইকেট কিপার ঋষভ পন্থ। কিন্তু হোটেলে জিম সেশনে তাক লাগিয়েছেন তিনি।

সাপোর্ট স্টাফদের সঙ্গে হেড কোচ রাহুল দ্রাবিড়। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। পেস বোলার কোচ পরস মামরে। স্পিনার কোচ সাইরাজ বাহুতুলে। বাকি ডজন খানেক সাপোর্ট স্টাফ।

সকলে নজর রইলো সেই কোহলির উপর। আর স্বয়ং কোহলির নজর ছিল-পিঙ্ক বলের উপর। মোহালিতে মাঠের পিছনদিকে পাশাপাশি ৪টি নেট। মাঝের একটি নেট ছেড়ে , বাকি ৩ টি তে ঘুরে ফিরে কোহলি ব্যাটিং করলেন প্রায় একটি ঘণ্টা। সকালে অবশ্য টুইট করে দিয়েছেন ‘উইমেন’স ডে’ নিয়ে। মাঠে আসার টিম বাসে সকলের সামনের সিটে বসে মোবাইলে মজে ছিলেন।

প্রথম শুরু করলেন পেসার – স্পিনারদের মেশানো বোলারদের নেটে। পরস মামরের সামনে টানা বল করে গেলেন, উমেশ যাদব আর চুলে নুতন রং করে নয়া স্টাইলের মহম্মদ সিরাজ। সাবলীল খেললেন বিরাট। সঙ্গে দুই স্পিনার অক্ষর প্যাটেল আর জয়ন্ত যাদব। দ্বিতীয় টেস্টের জন্য কুলদীপকে সরিয়ে দলে ফেরানো হয়েছে চোট মুক্ত অলরাউন্ডার অক্ষরকে। মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার পর আবার জাতীয় দলে ফিরলেন তিনি।

মন দিয়ে ব্যাটিং করলেন প্রথম নেটে। কোচ দ্রাবিড়কে বলে গিয়েছিলেন অফ স্টাম্পের বাইরে পড়া কিছু বল খেলা নিয়ে। কোচ নিজের মোবাইলে সেইসব বলে কোহলির ব্যাটিং রেকর্ড করে রাখলেন। কোহলি এসে সেসব মন দিয়ে দেখিলেন। আর শুনলেন দ্রাবিড়ের পরামর্শ।

চলে গেলেন আরেক নেটে। সেখানে থ্রোইয়ার স্টিক থেকে বাঁ হাতে আর ডান হাতে পিঙ্ক বল ছোঁড়া হচ্ছিল। কখন ড্রাইভ। কখনোই ডিফেন্স। আর কখনো কাট – পুল শট খেললেন। অন্য নেটে তখন, ময়াঙ্ক আগরওয়াল ব্যাট করছেন। তাঁকে থ্রোয়ার স্টিক দিয়ে বল ছোঁড়ার ফাঁকে, নজর রাখছেন বিরাটের ব্যাটিংয়েও।

এরপর আবার কোহলি চলে গেলেন তৃতীয় নেটে। সেখানে দুজন করা ব্যাট করা চলছিল। বিহারী আর বিরাট শুরু করলেন। বিক্রম রাঠোর, দ্রাবিড় সমেত আরও দুই সাপোর্ট স্টাফ বল ছুঁড়ে গেলেন।

নন স্ট্রাইকার এন্ডে আসতে আবার এক পর্বের মোবাইল চোখ রাখলেন কোহলি আর দ্রাবিড়। বোঝা গেল, বিশেষ কোনও বলে বিরাটের খেলা নিয়ে আলোচনা চলছে।

হাল্কা আলোচনাও চলছিল। হওয়ায় ভেসে আসা কোথায় শোনা গেল, চ্যাম্পিয়ন্স লিগে ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে। আবার কখনও পাকিস্তান – অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ।

এরপর চেয়ারে গা এলিয়ে চুটিয়ে আড্ডা। তাও ঘণ্টা খানেক। বেশিরভাগ সময় সঙ্গী শুভমান গিল। রোদ্দুরে শুকোচ্ছে কোহলির হেলমেট – ব্যাটিং প্যাড – গ্লাভস।

এরই মাঝে, নেটে ব্যাটিং সারলেন হানুমা, ময়াঙ্ক, গিল। গিলের ব্যাটিং অন্য নেট থেকে দেখে বাহবা দিলেন কোহলি। একসময় কে এস ভারত দেখতে পাওয়া গেল, নেটের ভিতর কোহলির উইকেটের পিছনে দাঁড়িয়ে কিপিং করছেন। পরে ব্যাটিং করলেন। চার কোচ সকলের দিকে নজর দিলেন।

দিনের শুরুতে, শ্রীলঙ্কাও অনুশীলন সেরে গেল। এমন পরাজয়ের লজ্জা ঝেড়ে ফেলতে শেষ টেস্ট পিঙ্ক বলে টক্কর দিয়ে চায় তারা।

মোহালি শেষে পিঙ্ক বল মিশন শুরু।

ছবি: নিজস্ব। বিসিসিআই। টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

সুপ্রিম কোর্টের নয়া ফরমান, বিরাট চাপে প্রাইমারি শিক্ষকরা
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
পঞ্চমী-দশমী পুজোয় কোন কোন জেলায় বৃষ্টি, দেখুন
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
কবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, জানাল সংসদ
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Gemini AI দিয়ে ছবি বানানো কি সত্যিই নিরাপদ? জেনে নিন
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জুবিন গর্গের শেষকৃত্য আগামীকাল
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
ট্যাংরায় খুন না আত্মহত্যা! তদন্তে পুলিশ
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
মহালয়ার আগেই পুজো উদ্বোধন নিয়ে বিরোধী আক্রমণ, পাল্টা অভিষেক
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
GST নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কী বললেন শুনে নিন
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
মালিয়া, চোকসিকে দেশে ফেরাতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ডেডলাইন শাহের
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
প্রতিপদ থেকেই শুরু মহিষাদল রাজবাড়ির পুজো, জেনে নিন অজানা ইতিহাস
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
দশমীতে বঙ্গ BJP-র তুরুপের তাস মোহন ভাগবত! কী হতে চলেছে?
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
কবরে নারীদেহের সন্ধান! মধ্যপ্রদেশের খান্ডোয়ার ঘটনা এখনও রহস্য
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
জিএসটিকে ‘ডবল ধামাকা’! অরুণাচলের সভা থেকে কংগ্রেসের বঞ্চনা নিয়েও সুর চড়ালেন মোদি
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
GST নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও কৃতিত্ব নেই, পুজো উদ্বোধনে গিয়ে বললেন মমতা
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল মামলায় বিস্ফোরক বিকাশরঞ্জন ভট্টাচার্য
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team