নয়াদিল্লি: ভারতীয় সেনা বাহিনীতে নতুন সশ্রস্ত্র বাহিনী ঘোষণা। সেই সস্রস্ত্র বাহিনীর নাম দেওয়া হয়েছে ‘অগ্নিপথ’। মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন অগ্নিপথের। সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান মনোজ মুকুন্দ নারভানে।
আগেই এই প্রকল্পের কথা জানানো হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। প্রধানমন্ত্রীর থেকে সবুজ সংকেতের পরই এদিন প্রকাশ্যে এল ‘অগ্নিপথ’ প্রকল্প। এই প্রকল্পে চার বছরের জন্য সেনা জওয়ানদের নিয়োগ করা হবে। অগ্নিপথে যোগদানের জন্য বয়স হতে হবে সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর। মোট ৪৫ হাজার ভারতীয় যুবক এই প্রকল্পের অধীনে কাজের সুযোগ পাবেন। তাদের মধ্যে ২৫ শতাংশকে স্থায়ী পদে সেনাবাহিনীতে যোগদান করানো হবে। বাকি ৭৫ শতাংশকে কেন্দ্রীয় সরকারের সেবা নিধি প্রকল্পের আওতায় এককালীন ১১ থেকে ১২ লক্ষ টাকা দিয়ে কার্যত বিদায় দিয়ে দেওয়া হবে। তবে জরুরি সময় এদেরকে কাজে লাগানো হবে বলেও জানান তিন সেনাবাহিনী প্রধান। চার বছরের মেয়াদে প্রথমে ৬ মাসের প্রশিক্ষণ দেওয়া হবে এই সেনা জওয়ানদের। তাঁদের প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন-সহ অন্যান্য ভাতা দেওয়া হবে।
#AgnipathRecruitmentScheme | On completion of the engagement period of 4 years, 'Agniveers' will be paid one-time 'SevaNidhi' package… which will be exempt from Income Tax. There shall be no entitlement to gratuity & pensionary benefits: Ministry of Defence pic.twitter.com/dFae7Qi9yx
— ANI (@ANI) June 14, 2022
আরও পড়ুন: CBI Rujira: রুজিরাকে জেরা করতে অভিষেকের বাড়িতে সিবিআই, ‘রাজনৈতিক ডাইনিবৃত্তি’ বলল তৃণমূল
ইতিমধ্যে এই প্রকল্পকে ঘিরে বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে। কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও। এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় যুবকদের দেশভক্তি প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা রয়েছে বলে মত অনেকের।
https://twitter.com/ANI/status/1536627788442001408?t=lkU5i0uv7UTkFbQRyqQnFQ&s=08