ধূপগুড়ি: ধূপগুড়িতে নদী থেকে উদ্ধার এক বৃদ্ধের দেহ। ধূপগুড়ি ব্লকের গাদং ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাড়শালবাড়ি এলাকার বারহালিয়ার ঘটনা। মৃতের নাম ঈশ্বর বাহাদুর প্রধান। আলিপুরদুয়ার জেলার সরুগাঁও চা বাগানের নেপালি বস্তির বাসিন্দা।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে ডুডুয়া নদী পেরিয়ে নাতনির জন্মদিনের নিমন্ত্রণ খেতে বারহালিয়া এসেছিলেন। সঙ্গে ছিলেন তাঁর ছেলে ও নাতি। এরপর হঠাৎ অনুষ্ঠান বাড়ি থেকে উধাও হয়ে যান। সারা রাত খোঁজার পরেও তাঁকে পাওয়া যায়নি। ভোরে নদীতে তাঁকে ভাসতে দেখা যায়।
তখনই খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিস। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। তবে কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও পরিষ্কার নয়। তদন্তে নেমেছে পুলিস।
আরও পড়ুন Omicron Booster Dose: ওমিক্রনের ঢাল কি বুস্টার ডোজ?
আরও পড়ুন ‘শুভেন্দুকে জেতাতে হাওড়া থেকে লোক পাঠানো হয়েছিল নন্দীগ্রামে’ বিস্ফোরক সুরজিৎ সাহা