কল্যাণী: রাতের অন্ধকারে অবৈধভাবে দখল করা দোকান ও নির্মাণ ভাঙাল কল্যাণী পুরসভা। ভাঙা পড়ল কংগ্রেসের পার্টি অফিসও।
স্থানীয় সূত্রে খবর, নদিয়ার কল্যাণী পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাজার এলাকায় মাঝরাতে উচ্ছেদ অভিযান চালায় কল্যাণী পুরসভা। দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিকাশি-নালা বন্ধ করে দোকানের সামনে নির্মাণ ও ফুটপাত দখল করে রয়েছে। ১০ দিন আগে নোটিস করা সত্ত্বেও তা বন্ধ হয়নি। সোমবার গভীর রাতে পুরসভার তরফে সমস্ত অবৈধ দোকান উচ্ছেদ করল কল্যাণী পুরসভা। এর জেরে ভাঙা পড়ল জাতীয় কংগ্রেসের একটি কার্যালয়।
পুরসভার অভিযোগ, ১০ দিন আগে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছিল অবৈধ নির্মাণ ভাঙার জন্য। পাশাপাশি ফুটপাত দখল করে থাকা দোকানের মালিকদেরও একইভাবে নোটিস দেওয়া হয়েছিল। কংগ্রেসের কার্যালয়ও সরিয়ে নেওয়ার জন্য পুরসভা নোটিস দেয়। কিন্তু তবুও কোনও কাজ হয়নি। বাধ্য হয়েই তা ভাঙতে হল।
আরও পড়ুন: Durgapur: দুর্গাপুরে প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর
তবে প্রশ্ন উঠেছে, রাতের অন্ধকারে এই উচ্ছেদ অভিযান কেন? এ বিষয়ে কল্যাণী পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিল অরূপ মুখোপাধ্যায়ের দাবি, দিনের বেলা অনেক মানুষ বাজারে থাকে। তাই ওই সময় এই উচ্ছেদ অভিযান করলে বাজারে যানযটের সমস্যা হত। তাই রাতে উচ্ছেদ প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের লক্ষ্য কল্যাণী শহরকে ক্লিন সিটি করব।