কলকাতা : জোড়া দুর্যোগের পূর্বাভাস বাংলায়। টানা ৩ দিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগের সতর্কবার্তা জারি হতেই বিধাননগর পুরনিগমের সকল কর্মীদের ছুটি বাতিল।
আবহাওয়া দফতর জানিয়েছে, একটি সুস্পষ্ট নিম্নচাপ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় তা আরও শক্তি সঞ্চয় করে ওড়িশা উপকূলের দিকে এগোবে। নিম্নচাপের ধাক্কা কাটতে না কাটতেই আর একটি ঘূর্ণাবর্ত ২৬ সেপ্টেম্বর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে। এর জেরে দক্ষিণবঙ্গের ১০ জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা।২৬ ও ২৭-এর পর ২৮ তারিখ বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। প্রথম দুদিন হলুদ সতর্কতা জারি করা থাকলেও ২৮ সেপ্টেম্বরের জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
রাজ্যে ভারী বৃষ্টিপাত
আরও পড়ুন : হারের যন্ত্রনা ভুলে ঘুরে দাঁড়ানোর বার্তা রয় কৃষ্ণার
বিধাননগর পুরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী জানান, পরিস্থিতি মোকাবিলা করতে খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম। এ ছাড়া যেখানে সেখানে গাছ ভেঙে পড়লে যাতে দ্রুত তা সরিয়ে ফেলা যায় সেদিকেও নজর রাখা হবে। দুর্যোগের আশঙ্কা করেই সমস্ত ওয়ার্ড অফিসের কর্মীদের থাকার ব্যবস্থাও করা হয়েছে। ভারী বৃষ্টিতে সমস্ত বিদ্যুতের তার বিচ্ছিন্ন করে দেওয়া হবে, জানিয়েছে বিধাননগর পুরনিগম।