কলকাতা টিভি ওয়েব ডেস্ক: জ্ঞানবাপী মসজিদ নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে যে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা চলছে, তাঁরা দু’জনেই অযোধ্যায় রামমন্দির-বাবরি মসজিদ মামলাতেও যুক্ত ছিলেন। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং পি এস নরসিমা এঁরা দু’জনেই বিতর্কিত বাবরি মসজিদ মামলাতেও ছিলেন। বিচারপতি চন্দ্রচূড় সেই সময় ছিলেন ওই মামলার ঐতিহাসিক রায়দানকারী ৫ সদস্যের বেঞ্চের এক সদস্য। বিচারপতি নরসিমা ছিলেন রামমন্দির পক্ষের আইনজীবী।
আরও পড়ুন: SSC Recruitment HC: স্কুল সার্ভিস নিয়োগে দুর্নীতি, সিবিআই দফতরে হাজিরার নির্দেশ পার্থ চট্টোপাধ্যায়কে
প্রায় ৪০ দিন ধরে চলা রামমন্দির-বাবরি মসজিদ মামলায় শেষ পর্যন্ত হিন্দুদের পক্ষেই রায়দান হয়। বাবরি মসজিদ অংশকে রামমন্দির নির্মাণের জন্য তুলে দেওয়া হয় এবং বিকল্প মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমি ধার্য করে সর্বোচ্চ আদালত। বিচারপতি চন্দ্রচূড় এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন ২০১৩ সালের ১৩ অক্টোবর থেকে। ২০১৬ সালের ১৩ মে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সময় সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন।
বিচারপতি নরসিমা ছিলেন অযোধ্যা মামলার প্রবীণ কৌঁসুলি। হিন্দু আবেদনকারীর পক্ষে তিনি আদালতে সওয়াল করেছিলেন। মূল আবেদনকারী গোপাল সিং বিশারদের উত্তরসূরি রাজেন্দ্র সিংয়ের হয়ে তিনি মামলা করেছিলেন। ১৯৫০ সালে বিশারদ প্রথম মামলাটি করেছিলেন। সুপ্রিম কোর্টে নরসিমা বিচারপতি নিযুক্ত হন ২০২১ সালের ৩১ অগাস্ট। এই দুই বিচারপতিই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার সারিতে রয়েছেন।