কলকাতা টিভি ওয়েব ডেস্ক: জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque) বিতর্ক নিয়ে যখন দেশের সংবাদমাধ্যম উত্তাল, তখন এক চমকপ্রদ তথ্য উঠে এল। শুক্রবার দুপুর ৩টের সময় যখন এই মামলা ফের শুনানির জন্য উঠবে, ঠিক তার আগেই একটি সংবাদমাধ্যমে জানা গেল, জ্ঞানবাপী মসজিদে প্রাপ্ত ‘শিবলিঙ্গের’ (Shiva Lingam) ভাইরাল হওয়া ছবি ভুয়ো (Fake)। যে ছবিটি গোটা দেশে ভাইরাল (Viral) হয়েছে, সেটি আসলে ভিয়েতনামে (Vietnam) পুরাতাত্ত্বিক খননকার্যে পাওয়া ৯ শতকের একটি শিবলিঙ্গ।
Reaffirming a civilisational connect.
Monolithic sandstone Shiv Linga of 9th c CE is latest find in ongoing conservation project. Applaud @ASIGoI team for their work at Cham Temple Complex, My Son, #Vietnam. Warmly recall my visit there in 2011. pic.twitter.com/7FHDB6NAxz
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 27, 2020
সম্প্রতি এক আবেদনের ভিত্তিতে বারাণসী আদালত জ্ঞানবাপী মসজিদে ভিডিয়োগ্রাফি ও সমীক্ষার নির্দেশ দিয়েছিল। তারপরেই জ্ঞানবাপী মসজিদের ভিতর থেকে শিবলিঙ্গ উদ্ধার হয়েছে বলে হিন্দু সংগঠনগুলি ও আরএসএসের বকলমায় বিজেপি নেতারা ঊর্ধ্ববাহু হয়ে নাচানাচি শুরু করে। মুসলিম পক্ষের অবশ্য দাবি, ওটা শিবলিঙ্গ নয়, আসলে একটি ফোয়ারা। তারপর থেকেই মুসলিম শাসকদের হিন্দু মন্দির ধ্বংসের ইতিহাস নিয়ে টুইট-পৃথিবী দুলে ওঠে। জ্ঞানবাপী মসজিদকে হিন্দুদের সম্পত্তি বলেও কেউ কেউ সুর চড়ান।
এই বাজারে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে এএলটি নিউজ (alt news)। এই সংস্থাটির দাবি, তারা ইয়ানডেক্সে (Yandex) এই ভাইরাল ছবিটি নিয়ে একটি অনুসন্ধান চালায়। তারপরেই তারা উদ্ধার করে যে, ২৯ মে, ২০২০ সালে প্রহ্লাদ সিং প্যাটেল (Prahlad Singh Patel) একটি টুইট করেছিলেন। তিনি সেই সময় কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী ছিলেন। টুইটে এই ছবিটি দিয়ে তিনি লিখেছিলেন, ভিয়েতনামের ‘মাই সন’ (My Son) সাইটে পুরাতাত্ত্বিক খনন চলছে। ওই এলাকায় ৭টি বড় মন্দিরের সন্ধান মিলেছে। এর মধ্যে ৩টি জায়গায় ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASIGoI) খননকার্য চালাচ্ছে। বিভাগের আধিকারিক ও বিজ্ঞানীরা সেখান থেকে নবম শতকের একটি শিবলিঙ্গ উদ্ধার করেছেন। ইন্দ্রবর্মণের (Indraburman) আমলে তৈরি ওই মন্দিরে গর্ভগৃহ থেকে শিবলিঙ্গটি উদ্ধারের কথা জানান মন্ত্রী।
राजा इंद्रवर्मन द्वारा स्थापित मंदिर के गर्भगृह में 9वीं शताब्दी का शिवलिंग संरक्षण कार्य में @ASIGoI के अधिकारियों को मिला, जिसकी ऊँचाई 80 से.मि और लंबाई 2.31 मि. हैं।
यह शिवलिंग रुद्रभागा और योनि पीठ शिल्पकला का उदाहरण है जो भारत और वियतनाम के सांस्कृतिक संबंधों को दर्शाता है। pic.twitter.com/QkHD3Y19oc
— Office of Shri Prahlad Singh Patel (@pspoffice) May 29, 2020
এএলটি নিউজ এরপর ‘কি ওয়ার্ড’ দিয়ে সার্চ চালিয়ে আরও তথ্য উদ্ধার করে। সেটি হল, ২৮ মে, ২০২০ সালে বিদেশমন্ত্রী (MEA) এস জয়শঙ্করের (Dr. S. Jaishankar) একটি টুইট। সেখানেও এই শিবলিঙ্গের ছবি দিয়ে তিনি লেখেন, ভিয়েতনামের মাই সন এলাকায় ছাম মন্দির (Cham Temple) মন্দির চত্বর থেকে নবম শতকের বেলেপাথরে তৈরি একটি শিবলিঙ্গ পেয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)।
ভিয়েতনাম প্লাস নিউজ পোর্টাল
এএলটি নিউজ আরও জানিয়েছে, এরপরেও তারা গুগলে বিষয়টির সত্যতা যাচাই করে। সেখানে দেখা যায়, ভিয়েতনাম প্লাস (Vietnam+) নামে একটি নিউজ পোর্টালে এই খবরটি প্রকাশিত হয়েছে। ভিয়েতনামের সরকারি সংবাদ সংস্থাকে (VNA) উদ্ধৃত করে তারা লিখেছে, ভিয়েতনাম এবং ভারতের যৌথ খননকার্যে মাই সন এলাকার ছাম মন্দির থেকে একটি শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। সব মিলিয়ে যা দেখা যাচ্ছে, জ্ঞানবাপী মসজিদে পাওয়া শিবলিঙ্গের ছবিটি আদতে ভিয়েতনামে উদ্ধার হওয়া শিবলিঙ্গ, এমনই দাবি করেছে এএলটি নিউজ।