ওয়েবডেস্ক: গোটা বিশ্বের কাছে অত্যন্ত জনপ্রিয় ধর্মীয় স্থান ওড়িশার পুরীর মন্দির। সেখানে বাস জগন্নাথ দেব, বলরাম ও বোন সুভদ্রার। পুরীর মন্দিরের মহাপ্রসাদের মাহাত্ম্য ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বে। কিন্তু সেই প্রসাদ গ্রহণ করতে গিয়ে এত সমস্যায় পড়তে হবে তা হয়তো ভাবতেও পারেনি ভক্তরা।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে শিশু সহ ১০ জনের একটি পরিবার টেবিলে বসে মহাপ্রসাদ খাচ্ছে। একজন সেবাইত তাদের সেই প্রসাদ পরিবেশন করছেন। সেই সময় অন্য এক ব্যক্তি মহাপ্রসাদ খাওয়ার এই রীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
আরও পড়ুন: স্বর্ণমন্দির নিশানা করেছিল পাকিস্তান! বাঁচাল ভারতীয় সেনা
ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন ভক্তরা। এই ঘটনায় জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করেছে। তারা জানিয়েছে, টেবিলে মহাপ্রসাদ খাওয়া ঐতিহ্যের পরিপন্থী। তারা ভক্তদের মন্দিরের শতাব্দী প্রাচীন রীতিনীতি মেনে মেঝেতে বসে তা খাওয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “ভগবানের ঐশ্বরিক মহাপ্রসাদ অন্নব্রহ্ম রূপে পুজো করা হয়। মাটিতে বসে মহাপ্রসাদ খাওয়ার রীতি প্রাচীনকাল থেকেই বিদ্যমান। অতএব, সমস্ত ভক্তদের বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে যে, ঐতিহ্যের পরিপন্থী কার্যকলাপ থেকে বিরত থাকুন, যেমন খাবারের টেবিলে মহাপ্রসাদ খাওয়া যায় না।”
ভক্ত এবং স্থানীয়দের বিশ্বাসের কথা মাথায় রেখে মন্দির কর্তৃপক্ষ সব হোটেলকেও নির্দেশ দিয়েছে, তারা যেন অতিথিদের এই বিষয়ে সাবধান করে দেয়।
দেখুন অন্য খবর: