কলকাতা: অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল কলকাতার জি ডি বিড়লা স্কুল। আইনশৃঙ্খলার অবনতির কারণ দেখিয়ে বৃহস্পতিবার সকালে স্কুল বন্ধের (G D Birla School) নোটিস দিয়েছে কর্তৃপক্ষ। জি ডি বিড়লা অ্যাকাডেমি ফর এডুকেশন-এর অধীন সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। ফি বৃদ্ধির প্রতিবাদে গত কয়েকদিন ধরেই স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন অভিভাবকরা। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন তাঁরা। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, বেসরকারি স্কুলে ফি বকেয়া থাকলেও ক্লাস করতে বাধা দেওয়া যাবে না পড়ুয়াদের। কিন্তু আদালতের সেই নির্দেশ অমান্য করে স্কুল বন্ধ রাখার (Kolkata G D Birla School) সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এদিন সকালে স্কুলে গিয়ে পড়ুয়ারা দেখে, মূল গেট বন্ধ। সেখানে ঝোলানো রয়েছে নোটিস। তাতে লেখা রয়েছে, অভিভাবকদের বিক্ষোভের পর আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে আপাতত স্কুল বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে স্কুল।
এপ্রিলের শুরুতে করোনার দাপট কাটিয়ে আবার স্কুলে ফেরে পড়ুয়ারা। তবে বেশকিছু পড়ুয়ার ফি বাকি থাকায় তাদের স্কুলে ঢুকতে বাধা দেয় কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে স্কুল গেটের সামনে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। কোনও সমাধানসূত্র না মেলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন তাঁরা। সেখানে পিটিশন দায়ের হয়। সেই মামলার শুনানিতে বুধবার আদালত নির্দেশ দেয়, বেসরকারি স্কুলে কোনও পড়ুয়ার ফি বাকি থাকলেও তাদের ক্লাসে ওঠা আটকানো যাবে না। ক্লাস করতেও বাধা দেওয়া যাবে না।
জি ডি বিড়লা স্কুলের সামনে ঝোলানো নোটিস
আদালতের নির্দেশে স্বস্তি মেলে অভিভাবকদের। অথচ বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পর দেখা যায় গেটের সামনে নোটিস ঝুলছে। ওই গোষ্ঠীর সমস্ত স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাঁদের প্রশ্ন, যারা ফি জমা দেয়নি তাদের বাদ রাখলেও, যারা ফি জমা দিয়েছে, তাদের কেন ক্লাস করতে দেওয়া হচ্ছে না? করোনার কারণে এমনিতেই এতদিন ক্লাস করতে পারেনি বাচ্চারা। স্কুলের এমন সিদ্ধান্তে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছেন তাঁরা।