একদিকে ইউরোকাপ অন্যদিকে কোপা আমেরিকা।বিশ্ব জুড়ে চলছে ফুটবল উন্মাদনা।সেই উন্মাদনার মধ্যেই ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ফুটবল খেলার পুরনো স্মৃতি শেয়ার করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখতে বিদেশে গেলেও,পিতা-পুত্রের ফুটবল-প্রেম শুধু দর্শকের আসনে সীমাবদ্ধ নেই।সবুজ মাঠ নয়,নিজের বাড়ির সামনে খোলা জায়গাতেই,খেলার জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেতা।সেখানেই ছেলের সঙ্গে ফুটবল খেলতে ব্যস্ত প্রসেনজিৎ।দু’জনেরই নজর পায়ের সামনে রাখা নীল বলের দিকে।ছবিটি যদিও নতুন নয়,তৃষাণজিৎ তখন বেশ ছোট। কিছু বছর ধরে সে পড়াশোনার জন্য বিদেশে রয়েছে।তৃষাণজিৎ কলকাতায় এলে তাঁর বেশির ভাগ সময় কাটে মা এবং বাবার সঙ্গে। তাই শ্যুটিয়ের মাঝে সমস্ত দায়িত্ব সামলে অতীতের স্মৃতিতে ফিরে কিছুটা নস্ট্যালজিক হয়ে পরলেন প্রসেনজিৎ।