হাওড়া: তোলা আদায় করতে এসে জনতার হাতে বেধড়ক মার খেল এক ব্যক্তি। বাড়ি বানাতে হলে দিতে হবে তিন লক্ষ টাকা। টাকা না দিলে বেআইনি বাড়ি তৈরির অভিযোগ করা হবে আদালতে। প্রায়ই প্রোমোটারদের কাছে এমনই হুমকি-ফোন আসত তোলাবাজদের। কিন্তু সত্যি যে কেই তোলা তুলতে আসবে এটা ভাবতে পারেননি স্থানীয়রা। শুক্রবার সেই তোলার টাকা তুলতে এসে জনতার হাতে উত্তম মধ্যম খেল মধ্যবয়স্ক এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হাওড়ার মল্লিক ফটক এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় বাড়ি তৈরির সময় থেকেই রমেশ জয়সওয়াল নামে ওই ব্যক্তি টাকা চেয়ে হুমকি দিচ্ছিল। এদিন টাকা নিতে আসে সে। এ কথা সে কথার পরই জনতা রমেশকে ধরে পেটায়। মহিলারাও তাকে মেরে হাতের সুখ করেন। কোনও কোনও মহিলাকে রমেশের কান ধরেও মারতে দেখা যায়। ছিঁড়ে দেওয়া হয় রমেশের পোশাকও। পরে পুলিসে খবর দেওয়া হয়। পুলিস এলে জনতা রমেশকে তাদের হাতে তুলে দেয়।
আরও পড়ুন: Coal & Cattle Smuggling: বিনয় মিশ্রের হাজিরা হল, মামলার শুনানি হল না আসানসোল সিবিআই আদালতে
গোটা হাওড়া শহরেই একদল তোলাবাজের দাপটে অস্থির প্রোমোটাররা। এমনকী বাড়ি বানাতে গিয়ে তাদের নানা হুমকির মুখে পড়েন স্থানীয় অনেক বাসিন্দাও। অভিযোগ, অধিকাংশ তোলাবাজই শাসকদলের কোনও না কোনও নেতার অনুগামী। প্রায়ই এই তোলাবাজদের অত্যাচারের শিকার হতে হয় অনেককে।
এদিন তোলার টাকা তুলতে গিয়ে যে এভাবে জনতার প্রতিরোধের মুখে পড়তে হবে, তা দুঃস্বপ্নেও ভাবেনি রমেশ। স্থানীয় এক মহিলা বলেন, রাজনৈতিক নেতা বা পুলিস দিয়ে কাজ হবে না। এবার তোলাবাজদের বিরুদ্ধে এভাবেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। লজ্জা থাকলে রমেশ কেন, কোনও তোলাবাজই আর টাকা তুলতে আসবে না।
আরও পড়ুন: DIY Face Serum: ওপেন পোরসের সমস্যা থেকে মুক্তি পেতে এ বার বাড়িতেই বানিয়ে নিন ফেস সিরাম