বাঁকুড়া: এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান। শনিবার বাঁকুড়া শহরের বিভিন্ন সবজি ও ফলের দোকানে অভিযানে নামল রাজ্য ও জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। বাঁকুড়ার দশের বাঁধ সবজি বাজারে প্রথমে হানা দেয় প্রতিনিধি দলটি। সেখানে বিভিন্ন প্রান্ত থেকে আসা চাষীদের কাছ থেকে বিভিন্ন সবজির দাম জানেন তারা। পরে পাইকারি দোকানে গিয়ে সবজির পাইকারি দর জানার চেষ্টা করেন প্রতিনিধি দলটি। কৃষকের কাছ থেকে কেনা ও ব্যবসায়ীদের বিক্রি দামের কতটা ফারাক রয়েছে তা খতিয়ে দেখেন তাঁরা।
বিভিন্ন ক্ষেত্রে কৃষক কম দাম পাচ্ছে আর ব্যবসায়ীরা বিক্রি করছে অনেকটা বেশি দামে, তাঁদের নজরে আসে বিষয়টি। সেইসব ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি দাম নিয়ন্ত্রনে না রাখলে তাঁদের বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান আধিকারিকরা। এদিন বেশ কিছু কৃষক আধিকারিকদের উপর ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, দিন দিন তেলের দাম বাড়ছে, বাড়ছে সার ও কীটনাশক ওষুধের দাম। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জনিসের দাম। সেদিকে নজর দেওয়া দরকার।
আরও পড়ুন: Bomb Recovered: হরিদেবপুর থানা সংলগ্ন এলাকা থেকে উদ্ধার বোমা সহ আগ্নেয়াস্ত্র
এনফোর্সমেন্টের আধিকারিকরা ফলের দোকানেও অভিযান চালায়। ফল ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা বেশ কিছু ক্রেতার সঙ্গে কথা বলেন প্রতিনিধিদলটি। ফলব্যবসায়ীদের সতর্ক করে ফলের দাম নিয়ন্ত্রনে রাখার কড়া বার্তা দেন আধিকারিকরা। আধকারিকদের দাবি, জেলার বিভিন্ন বাজার ঘুরে জিনিসপত্রের বাজার দর দেখে সেই রিপোর্ট সরকারকে জানানো হবে বলে জানান তাঁরা।