ভারতীয় দল আজ রবিবার হোটেলেই কাটাচ্ছে। ইডেনমুখী হচ্ছেন না রোহিতরা। সকাল থেকে কবেসকলে টিভির পর্দায় চোখ রেখেছে। আইপিএল নিলামে কে কোন দলে বিক্রি হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য আজ সন্ধায় অনুশীলনে নামছে।
আরও পড়ুন: আইপিএল মেগা নিলামে এবার কেকেআর প্রতিনিধি শাহরুখ পুত্র
প্রথম ম্যাচ ইডেনে ১৬ ফেব্রুয়ারি। বুধবার। সোমবার ভারতীয় দল ফ্লাড লাইটে অনুশীলন করতে নামবে। আর সেদিনই সকাল ন’টায় ইডেনে নেমে পড়বে ক্যারাবিয়ান দল।
Latest Click Of Virat Kohli While Travelling for Kolkata.
📸 @flyspicejet @imVkohli • #INDvWI pic.twitter.com/8Y3SaQDGuy
— Virat Kohli FC™ (@ViratsPlanet) February 13, 2022
ইডেন উইকেটের পরিচর্চা চলছে পুরোদমে। বিসিসিআই কিউরেটর সাব কমিটির প্রতিনিধি হয়েছেন সিএবি’ র সুজন মুখোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার। রাজ্য ক্রিকেট সংস্থার প্রাক্তন সচিব। এখন বাংলার ঘেরা মাঠের সব মাঠ দেখাশোনা করেন। সেই তালিকায় কল্যানী, গয়েশপুর, বারাসাত থেকে সল্ট লেক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠ যেমন আছে – তেমনি আছে ইডেনও।
রবিবার সকালে ইডেনের কাজ তদারকি করতে করতে বললেন, ‘ বোর্ড বা ভারতীয় দল কারোর থেকেই কোনো নির্দেশ আসেনি উইকেট বানানো নিয়ে। এই উইকেট আমরা স্পোর্টিং করার চেষ্টা করি। আর যে উইকেট বানিয়ে দেওয়া হয়, তাতেই খেলে দল। এবারও তেমনই হবে, আশাকরি’।
Abhara amadavada, Are kalakata!🙏🏾 #INDvWI
The #MenInMaroon have travelled to Kolkota ahead of the T20I Series v India. pic.twitter.com/HUx9X48ppo
— Windies Cricket (@windiescricket) February 12, 2022
ইডেনে ১০ টি উইকেট বানানো হয় সারা বছর। মাঝখানের ৪,৫,৬,৭ এই চারটি স্ট্রিপ আন্তর্জাতিক ম্যাচের জন্য তৈরি রাখা হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ান ডে ম্যাচ হয়েছিল এই চারটির একটিতে।
সুজন মুখোপাধ্যায় এবার এক বিচিত্র অভিজ্ঞতার অপেক্ষায় সময় কাটাচ্ছেন। বলেও ফেললেন, “এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ ইডেনে ফাঁকা গ্যালারিতে হতে যাচ্ছে। রোহিত – কোহলিরা খেলবে, ইডেন গর্জন হবে না, ভাবতে অসুবিধা হচ্ছে’।
Boss Aya Boss Aya…… Kitna wait karwaya yaar 🥺🥺🥺🥺
Welcome to Kolkata, Mr Kohli ❤️🇮🇳#INDvWI #CricketTwitter #ICT pic.twitter.com/Ip59yuD7sE— amit (@bishal030100) February 12, 2022
এই পরিস্থিতিটা মানতে পারছেন না অনেকেই। যেমন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। রাজ্য সরকার ফেব্রুয়ারি মাসে করোনা নিয়ম নীতি শিথিল করায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। কারণ তিনটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইডেন। কিন্তু আহমেদাবাদে ভারতীয় দলের ক্রিকেটাররা একের পর এক করোনা আক্রান্ত হয়ে যাওয়ায়, বোর্ড সেখানকার ম্যাচে ( ৫০ ওভারের) মাঠে দর্শকদের প্রবেশাধিকার দেয়নি। একই ভাবে , ইডেনের টি টোয়েন্টি তিনটি ম্যাচে ক্রিকেটারদের স্বাস্থ্য নিরাপত্তা মাথায় রেখে, দর্শক শূন্য অবস্থায় ম্যাচ আয়োজন করতে বলে। সিএবি সভাপতি এরপরও রাজ্য সরকারের নির্দেশিকা উল্লেখ করে বিসিসিআইয়ের কাছে আবেদন জানিয়েছিলেন। বোর্ড জানিয়েছে , ক্লাব হাউসের আপার টিয়ারে আর কর্পোরেট বক্সে বসে খেলা দেখা যাবে। এই মেল পাওয়ার পর আরও বেকায়দায় পড়েছেন সভাপতি অভিষেক। রবিবার মন্তব্য করেছেন, এই ৩০০০ আসনে কাদের বসানো হবে – জানি না। পরিস্থিতি যা, বাধ্য হয়েই সিএবি এইসব আসনে কাউকে না বসানোর কথা ভাবতে শুরু করেছে।
সুজন মুখোপাধ্যায় অবশ্য আবেগ সরিয়ে রেখে বলছেন, আহমেদাবাদে ৫০ ওভারের তিনটি ম্যাচ টিভিতে দেখেছি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং মোটেই ভালো হয়নি। ভারতীয় স্পিনারদের সামলাতে পারেনি। একটা ম্যাচে পেসাররা ৭ উইকেট নিয়েছেন। আবার কোনও দলই ৩০০ রানের গণ্ডি টপকাতে পারেনি। অর্থাৎ ওভার পিছু ৬ রান করে ওঠেনি। আমাদের লক্ষ্য, টি টোয়েন্টি তিনটি ম্যাচই যেন হাই স্কোরিং ম্যাচ হয়।
100 % record so far for India's white-ball captain Rohit Sharma 💥😍#India #INDvWI #RohitSharma #Cricket pic.twitter.com/iCvnkpAind
— Wisden India (@WisdenIndia) February 13, 2022
এই প্রথম রোহিত শর্মা তাঁর আরেক প্রিয় মাঠ ইডেনে অধিনায়ক হয়ে দেশকে নেতৃত্ব দেবেন। সোমবার এই অধিনায়ক কিছু আবদার করলে সুজন কি করবেন? বা কোচ রাহুল? সুজনের উত্তর: ‘ অনিল কুম্বলে ছাড়া উইকেট নিয়ে কারোর সঙ্গে তেমন মতের অমিল হয়নি। তবে আক্রমণাত্বক নেতা হিসেবে , সৌরভ এখনও সকলের চেয়ে এগিয়ে। জেতার জন্য যা যা চাই, ও আদায় করে নিত। এই দৌড় সৌরভের পরই থাকবে কোহলি ‘। রোহিতের মনোভাব জানার ইচ্ছে সুজনের আছে। তবে, আইপিএলের সময় মুম্বই ইন্ডিয়ান্স দলের নেতা হয়ে পেয়েছিলেন। কিন্তু তখন ইডেন ছিল, রোহিতের অ্যাওয়ে ভেনু। উইকেট নিয়ে খুব বেশি মাথা ঘামায় না – এটা সুজনের অভিজ্ঞতা। আগের নিউজিল্যান্ডের ম্যাচেও এমনই ছিল।
ক্রিকেটারদের মতো গ্রাউন্ড স্টাফরাও বায়ো বাবলের মধ্যে রয়েছে। একসঙ্গে নিজেদের রান্না চলছে। শোয়া পর্বও তাই। এছাড়া ১০ তারিখ থেকে শুরু হয়ে গেছে আরটি -পিসিআর টেস্ট। ম্যাচের আগের দিনগুলোতে এই টেস্ট যেমন করা হবে, মাঝে আবার অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে। মাস্ক পড়া বাধ্যতামূলক। হ্যান্ড স্যানিটাইজার সি এ বি’ র সব এলাকায় রাখা হয়েছে। সুজন মুখোপাধ্যায় নিজেই বলে ফেললেন:’সি এ বি সভাপতি অভিষেক ডালমিয়া এসব ব্যাপারে ভীষণ রকম সচেতন। আমার নিজের তো ৬০-৭০ বার আর টি-পি সি আর টেস্ট হয়ে গেছে’।
নিজস্ব চিত্র এবং সৌ – টুইটার।