দুর্গাপুর: যে হনুমান এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে বেড়ায়, এক ছাদ থেকে অন্য ছাদে ঝাঁপ দেয়, সেই হনুমানেরই কি না পা ভাঙল গাছ থেকে পড়ে? সেই ভাঙা পা নিয়ে পবনপুত্র হনুমানের ঠাঁই এখন দুর্গাপুরের প্রান্তিকা পশু হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলবে। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত হনুমান বাবাজির দেখভাল করবে বনদফতরই। সুস্থ হলে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
পান্ডবেশ্বরের লাউদোহার জঙ্গলে হনুমাদের জমজমাট আড্ডা বসে। ছানাপোনা বুকে আগলে নিয়ে অনেক মা হনুমানই এ গাছ থেকে অন্য গাছে লাফিয়ে বেড়ায়। বুধবার সেই লাফ দিতে গিয়েই ঘটল বিপত্তি। গাছ থেকে পড়ে পায়ে চোট পেল এক পুরুষ হনুমান। চোট আবার যেমন তেমন নয়। রীতিমতো পা ভেঙে গিয়েছে তার। প্রবল যন্ত্রণায় কাতরাতে থাকে সে। গাছ থেকে পড়তেই অন্য হনুমানরা ঘিরে ধরে তাকে। স্থানীয় কয়েকজন যুবক আহত হনুমানটিকে নিয়ে এসে প্রাথমিক সুশ্রুষা করেন। তাঁরাই খবর দেন বন দফতরকে। বন দফতরের কর্মীরা এসে যখম হনুমানটিকে দুর্গাপুর পশু পালন দফতরে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলে। ভাঙা পায়ে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছে। তাতেও ব্যথা কমেনি। মাঝে মধ্যেই যন্ত্রণায় কঁকিয়ে উঠছে সে।
আরও পড়ুন: Murshidabad Job Fair: মুর্শিদাবাদের জব ফেয়ারে চাকরির নিয়োগপত্র পেলেন ২ হাজারেরও বেশি যুবকযুবতী