গড়িয়া: উত্তরকাশীতে দুর্ঘটনায় মৃত গড়িয়ার শ্রীপুরের তিন বাঙালি পর্যটকের দেহ নিয়ে আসা হল। মৃত তিনজনের নাম মদন ভূঁইয়া, ঝুমা ভূঁইয়া, নীলেশ ভূঁইয়া। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ তাদের দেহ নিয়ে আসা হয়। এলাকার বাসিন্দারা শেষ শ্রদ্ধাও জানান তাঁদের। এদিন রাতেই তাদের দেহগুলি পৈত্রিক ভিটে পাথরপ্রতিমায় নিয়ে যাওয়া হবে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, প্রথমে গাড়িতে থাকা সিলিন্ডার ফেটে বিস্ফোরণ৷ তারপর যাত্রী সুদ্ধ গাড়ি গিয়ে পড়ে খাদে৷ বুধবার উত্তর কাশির কেদারতলে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের৷ নিহতদের মধ্যে পাঁচজনই বাংলার বাসিন্দা৷ ষষ্ঠ জন গাড়ির চালিক৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও উদ্ধারকারী টিম৷ সবাইকে খাদ থেকে তুলে আনা হয়েছে৷ কিন্তু আগুনে প্রত্যেকেরঝলছে গিয়েছে৷
আরও পড়ুন: Purulia Water Project: পুরুলিয়ার জন্য ১২৯৬ কোটি টাকার বিশেষ জল প্রকল্প
জানা গিয়েছে, কোটি গার্ডের কাছে গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়৷ তারপর রাস্তা থেকে গাড়িটি খাদে গিয়ে পড়ে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের৷ প্রত্যেকের দেহ উদ্ধার করা হয়েছে৷ পুলিস জানিয়েছে, ৬ জনের দেহ পুড়ে গিয়েছে৷ এখনও পর্যন্ত দু’জনের দেহ শনাক্ত করা গিয়েছে৷ বাকিদের দেহ সম্পূর্ণ পুড়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি৷