কলকাতা টিভি ওয়েব ডেস্ক: অন্ধ্র উপকূলের আরও কাছে পৌঁছল ঘূর্ণিঝড় অশনি। সমুদ্রেই শক্তি খুইয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের বেলা ১২টার বুলেটিন অনুযায়ী, শক্তি খুইয়ে অভিমুখ বদল করেছে অশনি। এগোচ্ছে উত্তর, উত্তর-পূর্ব দিকে। আজ সন্ধে নাগাদ পৌঁছবে অন্ধ্রের উত্তর উপকূলে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় অশনি অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে ৪০ কিলোমিটার এবং নার্সাপুর থেকে ৫০ কিলোমিটার দূরে রয়েছে। এখনও পর্যন্ত ল্যান্ডফলের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হতে পারে।
ঘূর্ণিঝড় অশনির প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে। বিশাখাপত্তনম ও পুরীতে উত্তাল সমুদ্র। জলোচ্ছ্বাসও রয়েছে। আগামী ২৪ ঘন্টা অন্ধ্রপ্রদেশের উপকূলে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিপদ এড়াতে অন্ধ্রপ্রদেশে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। বুধবার প্রায় ৩৭টি ট্রেন বাতিল করেছে সাউথ-সেন্ট্রাল রেলওয়ে। বাতিল করা হয়েছে বেশ কিছু বিমানও।
THE CYCLONIC STORM ASANI LAY CENTRED AT 1030 HRS IST OF THE 11th MAY, 2022 ABOUT 40 KM SOUTHEAST OF MACHILIPATNAM, 50 KM SOUTH-SOUTHWEST OF NARSAPUR. TO MOVE NNE-WARDS ALONG NARSAPUR, YANAM, KAKINADA, TUNI & VISAKHAPATNAM COASTS TILL EVENING OF TODAY . pic.twitter.com/qwUIxqiLwR
— India Meteorological Department (@Indiametdept) May 11, 2022
অন্ধ্র ও ওডিশা উপকূলের মৎস্যজীবীদের জন্য নির্দেশিকা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দীঘা মন্দারমনি সমুদ্র তটেও বিনোদন মূলক কাজ এবং খেলাধুলা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের জন্য সমুদ্রতটে জারি রয়েছে নিষেধাজ্ঞা।
It is likely to weaken further into a depression by 12th May morning. Fishermen are advised not to venture into Westcentral Bay of Bengal along and off Andhra Pradesh and Odisha coasts on 11th May and into Northwest Bay of Bengal till 12th May. Fishermen to return to coast.
— India Meteorological Department (@Indiametdept) May 11, 2022
অশনির জেরে বাংলাতে তেমন প্রভাব পড়বে না। তবে আগামী শুক্রবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায়। এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকেই আকাশ মেঘলা ছিল।