কলকাতা টিভি ওয়েব ডেস্ক: হৃদয়ে দেশপ্রেমের চেতনা নিয়ে ১০ বছরের খুদে আরভ মণিপুর থেকে দিল্লির উদ্দেশে সাইকেল ভ্রমণে বেরিয়েছে। আরভ যেমন দেশকে ভালোবাসে, তেমনি দেশের স্বাধীনতার যাঁরা জীবন দিয়েছেন, সেই বিপ্লবীদের প্রতিও এই বয়সেই তার রয়েছে অসীম শ্রদ্ধা। সেই দেশভক্তিকে পাথেয় করেই বাবার সঙ্গে সাইকেলে সঙ্গী হয়েছে আরভ।
আরভের বাবা অতুল ভরদ্বাজ পেশায় একজন চিকিৎসক। বাবাকে আরভ তার আইডল মনে করে। অতুল ছেলেকে খুব কম বয়স থেকেই দেশের স্বাধীনতা যুদ্ধ এবং বিপ্লবীদের আত্মত্যাগের কাহিনী শোনাতেন গল্পের ছলে। তখন থেকেই ওর বুকে গেঁথে যায় দেশপ্রেমের বীজ। গত ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি উদ্বোধন করেন, তখন আরভ বাবাকে বলে, দেশের জন্য আমিও কিছু করতে চাই।
আরও পড়ুন: Ashis Banerjee: রাজ্যপাল আমাদের মধ্যে বিভাজনের চেষ্টা করছেন, বিস্ফোরক অভিযোগ বিধানসভার উপাধ্যক্ষের
সেই ভাবনা থেকেই বাবা উৎসাহ দেন একরত্তি ছেলেকে। গত ১৪ এপ্রিল আরভ মণিপুরের আইএনএ মেমোরিয়াল থেকে সাইকেল সফরে দিল্লির উদ্দেশে রওনা হয়। আরভের বাবা অতুল ভরদ্বাজও রয়েছেন সঙ্গে। ছেলে যাচ্ছে সাইকেলে, বাবা যাচ্ছেন গাড়িতে। আরভের এই সাইকেল যাত্রা দেশের আটটি রাজ্যকে ছুঁয়ে যাবে। তার মধ্যে রয়েছে মণিপুর, নাগাল্যান্ড, অসম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা। তার শেষ গন্তব্য দিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ।
আরও পড়ুন: Potato Price: আলুর আকাশছোঁয়া দামবৃদ্ধিতে হিমঘর মালিকদের দুষলেন শোভনদেব
এই মুহূর্তে আরভ রয়েছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। সেখানে বাবার সঙ্গে সে শহীদদের মূর্তিতে মালা দেয়। স্থানীয় মন্দিরে দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য প্রার্থনা করে বাবা-ছেলে। মোট ২১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১৫ মে দিল্লিতে পৌঁছনোর কথা আরভের। বাকি রয়েছে আরও ৫০০ কিলোমিটার পথ পেরনো।