কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে পড়ুয়াদের বিক্ষোভ। মাইগ্রেশন সার্টিফিকেট নির্দিষ্ট সময় না পেয়ে উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা। কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, সার্টিফিকেটের জন্য বার বার ঘুরে যেতে হচ্ছে তাদের। চলতি সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে মাইগ্রেশন সার্টিফিকেট মিলবে বলে বিজ্ঞপ্তি জারি করেছিল। এরপরেও মাইগ্রেশন পেতে সমস্যার মুখে পড়তে হয় পড়ুয়াদের। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দেবাশিস দাসের দাবি, স্বাস্থ্যবিধি মেনেই সার্টিফিকেট দেওয়া হচ্ছে। পড়ুয়াদের অভিযোগ, মাইগ্রেশন পেতে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে দীর্ঘক্ষণ অপেক্ষা করার ফলে ভিড় জমছে।
আরও পড়ুন:ফি মকুব, অফলাইন ক্লাস চালুর দাবিতে বিক্ষোভ
শিকেয় উঠেছে স্বাস্থ্যবিধি। পড়ুয়াদের দাবি, কর্তৃপক্ষ জানায়, ২ রা মার্চ যারা মাইগ্রেশনের জন্য যারা আবেদন করেছিলেন তাদের বুধবার মাইগ্রেশন দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে মাইগ্রেশন নিতে আসেন পড়ুয়ারা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে ভিড় জমতে থাকে পড়ুাদের। উপস্থিত সকলকে সার্টিফিকেট দিতে হবে, দাবি তোলেন ছাত্রছাত্রীরা। ২ মার্চ-এর পরে আবেদন করেছেন, এমন পড়ুয়ারা দাবি তোলেন, অতিমারির সময়ে বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছনোর পরে মাইগ্রেশন সার্টিফিকেট না নিয়ে তারা ফিরবেন না। কলকাতা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ইউনিটির দাবি, ৪৭ জন পড়ুয়ার নাম কর্তৃপক্ষকে জানানো হয়। বৃহস্পতিবার ৮ মার্চ পর্যন্ত পড়ুয়াদের মাইগ্রেশন দেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। শুক্রবারেও মাইগ্রেশন দেওয়া শেষ না হওয়ায় উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা।