বোলপুর: বিশ্বভারতী কর্তৃপক্ষ ১ জানুয়ারি ২০২১ সালে শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্রের সামনে দিয়ে বোলপুর পুর এলাকার সুরশ্রীপল্লি যাওয়ার রাস্তার উপর পাঁচিল নির্মাণ করেছিল। তবে বীরভূম জেলার তৎকালীন পুলিস সুপার শ্যাম সিং ও জেলাশাসক এসে সেই নির্মাণকাজ বন্ধ করে দেন। তারপর থেকেই ওই পাঁচিল অর্ধনির্মিত অবস্থাতেই পড়েছিল। কিন্তু ওই রাস্তা দিয়ে কেউ যেতে পারত না, কারণ পাঁচিলটি প্রায় সাত ফুট উচ্চতার উপর করা হয়েছিল। এরপরই বিশ্বভারতী কর্তৃপক্ষের দেওয়া পাঁচিল কে বা কারা ভেঙে দিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে কে বা কারা ওই পাঁচিলটিকে ভেঙে দেয় বলে অভিযোগ। বীরভূম প্রশাসন সূত্রে খবর, এই পাঁচিল কারা ভেঙেছে তা এখনও বলা সম্ভব নয়। তবে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবিষয়ে কিছু বলতে নারাজ।
আরও পড়ুন: SSC Recruitment Case CBI: সিবিআই দফতরে গরহাজির এসএসসির উপদেষ্টা কমিটির চার সদস্য
এই পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে রাজ্য-কেন্দ্র সংঘাত ছিল আগেই। পোস্ট অফিস মোড় থেকে কালীসায়র পর্যন্ত রাস্তাটি রাজ্য সরকার বিশ্বভারতীকে ব্যবহার করতে দিয়েছিল। সেই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরের প্রশাসনিক বৈঠক করতে এসে বিশ্বভারতীর কাছ থেকে ফিরিয়ে নেন। তারপরই বিশ্বভারতী কর্তৃপক্ষ দূরদর্শন কেন্দ্রের সামনে সেই রাস্তাটি বন্ধ করতে উদ্যোগ নেয় এবং পাঁচিল তুলে দেয়। পাঁচিল ভেঙে ফেলার পর ফের নতুন করে বিতর্ক ঘনিয়ে উঠেছএ শান্তিনিকেতনে।