কলকাতা: বড়বাজারের (Barabazar) মেছুয়া এলাকার ঋতুরাজ হোটেলে বিধ্বংসী আগুন লাগে ২দিন আগে। আর সেই ঘটনায় নিহত হন ১৪জন। আর এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে জোড় রাজনৈতিক তরজা। আর এবার দিঘাতে ‘জগন্নাথধাম’ উদ্বোধন করেই আজ বড়বাজারের ঘটনাস্থলে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী (Cm Mamata Banerjee)।
সকালেই সেখানে উপস্থিত হন দমকলমন্ত্রী সুজিত বসু, তখনই তিনি জানান সেখানে আসছেন মুখ্যমন্ত্রী। আর এবার ঘটনাস্থলে উপস্থিত হলেন তিনি। এলাকা পরিদর্শন করে দেখছেন তিনি।
আরও পড়ুন: মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক ও ম্যানেজার
উল্লেখ্য, এই হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক ছিলনা, যার জেরে বাজেনি ফায়ার এলারমও। আগুনে শ্বাসরোধ হয়ে মারা যান বেশ কয়েকজন। পলাতক ছিলেন হোটেল মালিক। ইতিমধ্যেই তাদের গ্রেফতার করা হয়েছে।
ঘটনার তদন্তে পুরসভার পক্ষ থেকে গঠন করা হয়েছে ৬ সদস্যের টিম।
দেখুন অন্য খবর