বাঁকুড়া: ১ জুন বাঁকুড়ার সতীঘাটে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভা। এখন থেকেই সেই সভার প্রস্তুতি শুরু হয়েছে। সোমবার সকালে কর্মিসভার মাঠ পরিদর্শন করলেন জেলা পুলিস সুপার বৈভব তেওয়ারি সহ জেলা পুলিসের পদস্থ কর্তারা। সভাস্থলের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন জেলা পুলিস সুপার সহ অন্য পুলিস আধিকারিকরা।
আরও পড়ুন: BJP Meeting: অর্জুন দল ছাড়ায় উদ্বেগ, বিজেপির রাজ্য কর্মসমিতির জরুরি বৈঠক
মঞ্চ, কর্মীদের বসার ব্যবস্থা, মুখ্যমন্ত্রী আসার রাস্তা, নেতা-মন্ত্রীদের গাড়ি পার্কিং সহ নিরাপত্তাজনিত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয় জেলা পুলিসের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দিনস্থির হওয়ার সময় থেকে কোন মাঠে সভা হবে, তা নিয়ে আলোচনা ও বিভিন্ন মাঠ ঘুরে দেখে তৃণমূল নেতৃত্ব। দলের নেতারা শেষমেশ সতীঘাটে সভা করার সিদ্ধান্ত নেন। মাঠে শুরু হয় প্রস্তুতির কাজ। এদিন সকালে মাঠ পরিদর্শন করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখল জেলা পুলিস। ছিলেন তৃণমূলেরও কয়েকজন নেতা।
আরও পড়ুন: Afganistan: ‘দুষ্টু মেয়ে’দের ঘরবন্দি করে রাখা হবে, তালিবানি ফতোয়া
পুলিস-প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে বাঁকুড়া আসবেন। সতীঘাট মাঠে সকাল ১০টায় বুথস্তরীয় কর্মিসভা করবেন প্রথমে। তারপর দুপুরে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। দলীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার তীব্র গরমের জন্য কর্মীদের যাতে কষ্ট না-হয়, তার জন্য দুপুরের আগেই কর্মিসভা করার সিদ্ধান্ত হয়েছে। বুথস্তরের সভায় দলনেত্রী কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে রয়েছে নেতৃত্ব। অন্যদিকে, জেলার উন্নয়ন খতিয়ানের হিসাব চাইতে পারেন মুখ্যমন্ত্রী। সে কারণে এখন থেকেই জোর তৎপরতা চলছে প্রশাসনিক স্তরেও। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে জেলাজুড়ে এখন থেকেই সাজসাজ রব।