আভাস আগেই পাওয়া গিয়েছিল| সোমবার ইমেল মারফত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে নিজেদের অনিচ্ছার কথা জানান ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার কর্ণধার হরিমোহন বাঙ্গুর|
সেখানে জানিয়ে দেন ইস্টবেঙ্গলের সঙ্গে তারা চুক্তি এবং সম্পর্ক কোনওটাই এগিয়ে নিয়ে যেতে চায়না| হরিমোহন বাঙ্গুর জানান মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় ইস্টবেঙ্গল ক্লাবে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন| তাই ছাড়ার সময়ও মুখ্যমন্ত্রীকে জানানোর দায় তাদের ছিল|
কিন্তু শেষ মুহূর্তে বিনিয়োগকারী সংস্থার এই সিদ্ধান্তে উষ্মা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়| তিনি জানান ‘শেষ মুহূর্তে এই সিদ্ধন্তের পিছনে রহস্য কী| তাহলে ক্লাবকে ছমাস থেকে এক বছর ঝুলিয়ে রাখা হল কেন| ১৬ তারিখও হরিমোহন বাঙ্গুর জানিয়েছিলেন তারা আছে| ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান আইএসএল খেলুক চাই| মোহনবাগান খেলছে আমি খুশি, ইস্টবেঙ্গল খেললেও খুশি হব| ইস্টবেঙ্গলের এই দুঃসময়ে সকলের এগিয়ে আসা উচিত’| সরাসরি না বললেও বিষয়টা তিনি দেখবেন বলেই জানিয়েছেন|
মুখ্যমন্ত্রীর কাছে মেল গেলেও, বিনিয়োগকারীদের তরফে পাঠানো কোনও ইমেল ক্লাব কর্তারা এখনও পর্যন্ত পাননি বলেই জানিয়েছেন| তবে বিশ্বস্ত সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যে নতুন চমক দেওয়ার পথে ইস্টবেঙ্গল কর্তারা|