কলকাতা মঙ্গলবার, ১৩ মে ২০২৫ |
K:T:V Clock
Rampurhat Violence Calcutta HC: রামপুরহাট মামলার শুনানি শেষ, স্থগিত রায়দান
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: অনিন্দিতা চক্রবর্তী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ০৫:৩১:৫০ পিএম
  • / ৪৩৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: অনিন্দিতা চক্রবর্তী

কলকাতা: তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী প্যাকেজ ঘোষণা করতে পারেন কি না, প্রশ্ন উঠল আদালতে (Calcutta High Court)। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে রামপুরহাটের হত্যালীলার (Rampurhat Violence) মামলায় আরও প্রশ্ন উঠল, তদন্ত চলাকালীন মামলা কীভাবে সাজানো হবে, পুলিসকে সেই নির্দেশ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) দিতে পারেন কি না। দীর্ঘ শুনানি শেষে আদালত রায়দান স্থগিত রাখে।

রামপুরহাটের ওই ঘটনার সিবিআই তদন্ত সহ একাধিক দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta HC) বেশ কয়েকটি মামলা হয়। শুনানিতে আবেদনকারীদের আইনজীবীরা নানা প্রশ্ন তোলেন। শামীম আহমেদ নামে এক আইনজীবীর অভিযোগ, এই ঘটনার পিছনে প্রকৃত কারণ হচ্ছে অবৈধ বালি খাদান ও পাথর খাদানে তোলাবাজি। এলাকার দখল নিয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা। এদিন আদালতে আরও অভিযোগ করা হয়, নির্দেশ দেওয়া সত্ত্বেও সকাল পর্যন্ত ওই গ্রামে সিসিটিভি লাগানো হয়নি। তবে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় দাবি করেন, সিসিটিভি লাগানো হয়েছে।

আর এক আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের অভিযোগ, বিশেষ তদন্তকারী দল স্বাক্ষ প্রমাণ নষ্ট করার চেষ্টা করছে। আইনজীবী নীলাঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, উপপ্রধান ভাদু শেখের মৃত্যুর পিছনে ষড়যন্ত্র রয়েছে। ওই ঘটনায় (Birbhum Rampurhat Fire Deaths) তৃণমূলের জেলা সভাপতির জড়িত থাকার বিষয়টিকেও উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, এই ঘটনায় শাসকদল যে জড়িত, তা তৃণমূলের ব্লক সভাপতিকে গ্রেফতার করার নির্দেশেই পরিষ্কার। মুখ্যমন্ত্রীর কথা থেকে আরও পরিষ্কার হয়েছে, ঘটনার পিছনে কারা জড়িত, তা তিনি জানেন। নীলাঞ্জন আরও বলেন, ছোট আঙাড়িয়ার ঘটনার সময় আদালত বলেছিল, ঘটনায় শাসকদল জড়িত তাই রাজ্য সরকারের পুলিস দিয়ে তদন্ত করা ঠিক হবে না। ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, পুলিসমন্ত্রীর অধীনে থাকা কোনও সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত করা উচিত নয়।

বিজেপির আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, রামপুরহাটের ওই গ্রামে কী হয়েছে, মুখ্যমন্ত্রী সব জানেন। যেখানে তদন্ত চলছে, সেখানে মুখ্যমন্ত্রী কী করে ডিজিকে মামলা কোন পথে চলবে তার নির্দেশ দেন?

আরও পড়ুন: Mamata Banerjee Rampurhat: মামলা আটঘাট বেঁধে সাজাতে হবে, যাতে কেউ ছাড়া না পায়, পুলিসকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের নির্দেশ অনুযায়ী এদিন কেস ডায়রি পেশ করেন অ্যাডভোকেট জেনারেল। তাঁর দাবি, ওই ডায়রি যেন গোপন রাখা হয়। এজি আরও জানান, সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সকালে তাদের আসার কথা ছিল। কেন আসেনি, তা তাঁর জানা নেই। ইতিমধ্যে প্রত্যক্ষদর্শী বা স্বাক্ষীদের নিরাপত্তা দেওয়া হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তও শেষ হয়ে গিয়েছে। এজি সিটের তদন্ত রিপোর্টও আদালতে পেশ করেন।

আইনজীবী ফিরোজ এডুলজি ঘটনার এনআইএ তদন্ত দাবি করেন। কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর জানান, কেন্দ্রীয় ফরেনসিক দল এসে গেছে। তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এজি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের কাজে এখনও পর্যন্ত খুশি। তাই এই মুহূর্তে সিবিআই তদন্তের প্রয়োজন আছে বলে মনে করি না। আদালত এদিন কেস ডায়রি ফিরিয়ে দিয়ে জানায়, প্রয়োজনে তা আবার চাওয়া হতে পারে। শুনানি শেষে রায়দান স্থগিত রাখে আদালত।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

অবসরের পর বিরাট মন্তব্য, কী বলছেন বিচারপতি সঞ্জীব খান্না
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
‘সোনার কেল্লার’ ৫০ বছর পূর্তিতে নতুন ওয়েব সিরিজ ‘জয়সলমীর জমজমাট’!
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
অপারেশন কেল্লারের Exclusive Vedio , দেখুন এই ভিডিও
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
কলকাতা হাইকোর্টে দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে জনস্বার্থ মামলা
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
WTC ফাইনালের দল ঘোষণা অস্ট্রেলিয়ার, প্রভাব পড়বে আইপিএলে?
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
আজ শুরু হচ্ছে ৭৮ তম কান চলচ্চিত্র উৎসব,ভারত থেকে কারা!
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
প্রকাশ্যে CBSE-র দ্বাদশ শ্রেণির ফল
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে প্রধানমন্ত্রী, বায়ুসেনা আধিকারিকদের সঙ্গে কথা মোদির
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
পহেলগাম কাণ্ডে জড়িত ৩ জঙ্গির পোস্টার, খোঁজ দিলে ২০ লক্ষ টাকা পুরস্কার
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট, গ্রেফতার যুবক
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
অফিস টাইমে ফের ব্যাহত মেট্রো চলাচল, ৩০ মিনিট পর স্বাভাবিক পরিষেবা
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
দিল্লি হাইকোর্টের রায়ে স্বস্তি, UPSC ডিগ্রি স্পিকার ওম বিড়লা কন্যা অঞ্জলির পক্ষেই
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
জল্পনার ইতি, ব্রাজিলের হেড কোচ কার্লো আন্সেলোত্তি
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
বাংলায় বাড়ল পেট্রোল ডিজেলের দাম
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
আমফানের স্মৃতি উসকে ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কতটা ভয়ঙ্কর হতে পারে? নজরদারিতে আবহবিদেরা
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team