কলকাতা: থানার আইসিকে দুমাস কেন জেলে রাখা হবে না, তাঁকেই তা হলফনামা দিয়ে জানানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের। কেন নরেন্দ্রপুর থানার আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে না, তাও আইসিকে হলফনামায় জানাতে হবে। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। মামলার পরবর্তী শুনানি ৬ মে।
আদালত সূত্রের খবর, নরেন্দ্রপুর থানা এলাকার রায়নার বাসিন্দা সুরজ প্রতাপ পাওনা টাকা আদায় করতে গিয়ে আক্রান্ত হন মাস কয়েক আগে। তাঁকে গলা কেটে খুনের চেষ্টা হয়েছিল। পুলিসে অভিযোগ জানিয়েও কোনও লাভ না হওয়ায় সুরজ প্রতাপ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলার শুনানি চলাকালীন আদালতে সরকারি আইনজীবী জানান, ৩১ জানুয়ারি চার্জশিট জমা পড়েছে। পরে জানা যায়, আদৌ চার্জশিট জমা পড়েনি। এতেই ক্ষুব্ধ হন বিচারপতি রাজাশেখর মান্থ।
আরও পড়ুন: Visva Bharati: বিশ্বভারতীতে উত্তেজনা, পুলিস চেয়ে মুখ্যসচিবকে বার্তা উপাচার্যের
বিচারপতি মান্থা এদিন বলেন, চার্জশিট জমাই পড়েনি। অথচ সরকারি আইনজীবী নির্বিবাদে জানিয়ে দিলেন, চার্জশিট জমা পড়ে গিয়েছে। বিচারপতির প্রশ্ন, কেন সরকার বা থানা আদালতকে ভুল পথে পরিচালনা করছে ? কাদের সাহায্য করার জন্য এসব করা হচ্ছে ? এর পরেই বিচারপতি মান্থা নরেন্দ্রপুর থানার আইসির কেন দুমাস জেল হবে না, তা তাঁকেই হলফনামায় জানানোর নির্দেশ দেন। এ ব্যাপারে অবশ্য সংশ্লিষ্ট থানার আইসির বক্তব্য জানা যায়নি।