কলকাতা: কাঁথির পুরভোট সংক্রান্ত সমস্ত সিসিটিভির ফুটেজ দিল্লির ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ছয় সপ্তাহের মধ্যে ওই পরীক্ষাপর্ব শেষ করতে বলেছে আদালত। দরকারে ওই সংস্থা অন্য কোনও এজেন্সিরও সাহায্য নিতে পারবে। কলকাতা হাইকোর্টের আরও নির্দেশ, ১৩ জুনের মধ্যে ফরেনসিক ল্যাবরেটরিকে রিপোর্ট পেশ করতে হবে আদালতকে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করবে দিল্লির ফরেনসিক ল্যাবরেটরি পরীক্ষা করবে। ৬ সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। প্রয়োজনে ফরেনসিক ল্যাবরেটরি অন্য কোনও এজেন্সির সাহায্য নিতে পারবে। ১৩ জুনের মধ্যে হাইকোর্টে রিপোর্ট জমা করতে হবে। ডিভিশন বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার।
আরও পড়ুন: Uttarpradesh SP Leader Arrest: ভাই-সহ উত্তরপ্রদেশের ফেরার এসপি নেতা গ্রেফতার শিয়ালদহ স্টেশন থেকে
কাথি পুরভোটে এবার বিজেপি গোহারা হারে। ভোটের আগে থেকেই তৃণমূল দাবি করে আসছিল, কাঁথি পুরসভায় বিজেপির আর কোনও অস্তিত্ব থাকবে না। ভোটের ফল প্রকাশের পরই বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। তখন আদালত ভোটের সমস্ত নথিপত্র, সিসিটিভির ফুটেজ সংরক্ষিত রাখার নির্দেশ দিয়েছিল। বিজেপির অভিযোগ ছিল, পুরভোটে ব্যাপক কারচুপি, রিগিং করে শাসকদল। যদিও শাসক তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করে। নন্দীগ্রামের বিধানসভা ভোট নিয়েও মামলা এখন হাইকোর্টের বিচারাধীন।