কলকাতা: রাজ্য বার কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (Calcutta High Court Chief Justice) প্রকাশ শ্রীবাস্তব। মঙ্গলবার সন্ধে ৬টার সময় তিনি প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন।
প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার জন্য বার কাউন্সিল আগেই লিখিত আবেদন জানিয়েছিল। কিন্তু প্রধান বিচারপতি সেই আবেদন ফিরিয়ে দেন। আদালত (Calcutta High Court) সূত্রের খবর, ওই আবেদন জানানো হয়েছিল সাদা কাগজে। সেই কারণেই প্রধান বিচারপতি তা ফিরিয়ে দিয়ে জানান, বার কাউন্সিলের লেটার হেডে আবেদন জানাতে হবে। পরে সেইমতো লেটার হেডে নতুন করে আবেদন জানায় বার কাউন্সিল।
সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের মামলাকে (SSC Recruitment Case) ঘিরে বিস্তর বিতর্ক চলছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসএসসির বেশ কিছু মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে। বারবার স্থগিতাদেশ জারি করায় ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেন। সোমবার সকাল থেকে দফায় দফায় হাইকোর্টে ডিভিশন বেঞ্চ গঠন নিয়ে টানাপড়েন চলে। প্রধান বিচারপতি একের পর এক ডিভিশন বেঞ্চের সদস্যদের নাম ঘোষণা করেন। আর তার পরে পরেই বিচারপতিরা স্কুল সার্ভিস কমিশনের মামলা থেকে অব্যাহতি চান।
আদালত সূত্রে খবর, এই বিষয়টি নিয়ে বার কাউন্সিল উদ্বিগ্ন। প্রধান বিচারপতির সঙ্গে আলোচনায় এই প্রসঙ্গও উঠতে পারে বলে কোনও কোনও মহলের খবর।