ওয়েব ডেস্ক: দেশজুড়ে ইন্টারনেট (Internet) পরিষেবার গতি ও পরিকাঠামোয় আমূল পরিবর্তন আসতে চলেছে। এবার গুজরাটে (Gujrat) তৈরি হতে চলেছে একাধিক সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, যা দেশের তথ্য আদান-প্রদান ও দ্রুতগতির ইন্টারনেট সংযোগে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। গুজরাট সরকার ইতিমধ্যেই জানিয়েছে, তারা ভারতের সাবমেরিন কেবল নেটওয়ার্কের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হতে চলেছে।
এই পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে মুকেশ অম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইতিমধ্যে তিনটি সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে। একবার এই প্রকল্প বাস্তবায়িত হলে, ভারতের ইন্টারনেট গতিতে আসবে উল্লেখযোগ্য পরিবর্তন।
আরও পড়ুন: জিওর নয়া রিচার্জ প্ল্যান! থাকছে নেটফ্লিক্স
সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন আসলে একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো, যার মাধ্যমে সমুদ্রের নীচে থাকা ফাইবার অপটিক কেবল ধরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ডেটা ভারতে প্রবেশ করে। এই কেবল স্টেশনগুলিই দেশের ইন্টারনেট ব্যবস্থার মেরুদণ্ড, যা আন্তর্জাতিক ডেটা ট্রান্সফারকে দ্রুত ও নির্ভরযোগ্য করে তোলে।
গুজরাট সরকারের পরিকল্পনা অনুযায়ী, মোট চারটি জায়গায় এই ধরণের ল্যান্ডিং স্টেশন তৈরি করা হবে। এর মধ্যে দুটি হবে দক্ষিণ গুজরাটে এবং বাকি দুটি সৌরাষ্ট্র অঞ্চলে।
বর্তমানে ভারতে ১৭টি কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে, যার বেশিরভাগই মুম্বই, কোচি, চেন্নাই এবং তিরুবনন্তপুরমের মতো উপকূলবর্তী শহরে অবস্থিত। পাশাপাশি, পশ্চিমবঙ্গের দিঘাতেও জিও একটি অত্যাধুনিক কেবল ল্যান্ডিং স্টেশন নির্মাণ করছে, যা ২০২৬ সালের মধ্যেই চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
একদিকে যখন এলন মাস্কের স্টারলিঙ্ক ভারতে হাই স্পিড স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে প্রস্তুত, তখন এই প্রকল্পের মাধ্যমে রিলায়েন্সও নিজের আধিপত্য আরও মজবুত করতে চাইছে। ফলে, আগামী দিনে ভারতের ইন্টারনেট পরিকাঠামোয় এক নতুন যুগের সূচনা হতে চলেছে বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
দেখুন আরও খবর: