আমডাঙা: আমডাঙার (Aamdanga) খুড়িগাছি গ্রামে বাড়ির সামনে ইটের পাঁজা থেকে ড্রাম ভর্তি তাজা বোমা, বন্দুক উদ্ধারে চাঞ্চল্য। ইঞ্জামুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার ড্রাম ভর্তি ১৫টি তাজা বোমা একটি দেশী পিস্তল। গোপন সূত্রে খবর পেয়ে আমডাঙা থানার পুলিশ ইনজামুলের বাড়িতে তল্লাশি চালায়।
আরও পড়ুন: গরম পড়তেই জলসঙ্কট, সক্রিয় নবান্ন
পুলিশ সূত্রে খবর, উদ্ধার করে বোমা বন্দুক ইনজামুল একাধিক অপরাধমূলক কাজকর্ম ও তোলাবাজির অভিযুক্ত। আমডাঙা থানার পুলিশ বাহিনী এলাকায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ বোমা ও দেশী পিস্তল। কী কারনে বোমা বন্দুক মজুদ করেছিল খতিয়ে দেখছে আমডাঙা থানার পুলিশ ।
দেখুন আরও খবর: