বজবজ: আদালতের নির্দেশে বজবজে তৃণমূল নেতার অবৈধভাবে নির্মীয়মাণ পাঁচতলা বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন। বজবজ থানার পুলিস ও পুরসভা সূত্রে পাওয়া খবর অনুয়ায়ী, পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বর্তমানে ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ লুৎফর হোসেনের নির্মীয়মাণ পাঁচতলা বাড়ি তৈরি নিয়ে এক মহিলা কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন। সেই জনস্বার্থ মামলার রায়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রথমে বাড়িটি সিল করার পাশাপাশি নির্মাণকাজে স্থগিতাদেশ দিয়েছিলেন। পরবর্তী সময়ে আদালত বজবজ পুরসভাকে বাড়ি ভাঙার নির্দেশ দেয়।
চলছে বাড়ি ভাঙার কাজ
আদালতের নির্দেশ মেনে ১০ মে, মঙ্গলবার পুরসভার তত্ত্বাবধানে ওই অবৈধ বাড়ি ভাঙার কাজ শুরু করে প্রশাসন। পুরসভার বর্তমান চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত জানান, আদালতের নির্দেশমতোই তাঁরা এই নির্মীয়মাণ বাড়িটি ভাঙার কাজে হাত দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বাড়িটি তৈরি করার সময় পুরসভার থেকে রেকর্ড অনুযায়ী কোনওরকম অনুমতি নেওয়া হয়নি।
আরও পড়ুন: Cyclone Asani: অশনির জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী দু’দিন তুমুল বৃষ্টির সম্ভাবনা
প্রাক্তন ভাইস চেয়ারম্যান শেখ লুৎফর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি বাড়িতে না-থাকায় তাঁর প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলে বলেন, তিনি তাঁর আত্মীয়বাড়িতে রয়েছেন, ফিরতে রাত হবে।
এলাকায় প্রশ্ন উঠেছে, কোনও অনুমতি ছাড়াই বজবজ ট্রাঙ্ক রোড সংলগ্ন কয়লা সড়কে এরকম একটি প্রাসাদোপম বাড়ি বিনা অনুমতিতে কীভাবেই বা তৈরি হচ্ছিল, আর তা কেনই বা আগে প্রশাসনের নজরে আসল না।