বনি ও দর্শনা এই মুহুর্তে একের পর এক ছবি করছেন আলাদা আলাদা প্রজেক্টে। তবে এই প্রথম এক সঙ্গে কাজ করবেন বনি , দর্শনা। এদের সঙ্গে রয়েছেন ইশানি।
প্রত্যেকটা মানুষের মধ্যেই সুপারম্যান হয়ে ওঠার ক্ষমতা থাকে। নিজের উইল পাওয়ার ও নিজস্ব কর্মের দ্বারা পরিচিতি তৈরি করে। । তেমনই এক প্রত্যন্ত গ্রামের ছেলের সুপারম্যান হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি হচ্ছে রিনো দত্তের ছবি ” সুপারম্যান “। ছবিটির শ্যুটিংয়ের কাজ শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।
পরিচালকের কথা অনুযায়ী, সুপারম্যান হয়ে ওঠার ইচ্ছে শুধু ওই ছেলেটি একার মধ্যে সীমাবদ্ধ ছিলনা,আসে পাশের মানুষের মধ্যেও ছড়িয়ে দেয় সে, এই সুপার ম্যানের চরিত্রে দেখা যাবে বনিকে। সবাই বিশ্বাস করে যে পরিবেশ ,পরিস্থিতি যাই হোক প্রত্যেকটা মানুষই সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে পারে তার কাজের মাধ্যমে। ছবির গল্প ও চিত্রনাট্য লিখছেন অর্নব ভৌমিক। এক অন্যধরণের মোড়কে তৈরি হতে চলেছে এক সুপারম্যান এর গল্প।