কলকাতা : সিবিআই হাজিরার নির্দেশ দিয়েছিল । কিন্তু, তিনি অসুস্থ । তাই এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এ বার শাসক দলের সেই বিতর্কিত নেতাকে নিয়েই গান বাঁধলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার।
বুধবার বিধানসভায় কমিটির বৈঠকে যোগ দিতে এসেছিলেন এই অসীম সরকার । গানের মাধ্যমে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে ব্যঙ্গ করেছেন গেরুয়া শিবিরের এই বিধায়ক। কেষ্টকে (অনুব্রতর ডাকনাম) নিয়ে বাঁধা তাঁর সেই গান শুনে হাততালি দিয়ে সঙ্গত করেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ, দিবাকর ঘরামী, বিষ্ণুপদ রাই প্রমুখ।
নদিয়ার এই কীর্তনশিল্পীর গানের কথায় উঠে এসেছে অনুব্রতর প্রতি তীব্র ব্যঙ্গ। সতীর্থর এমন গানকে সমর্থন করেছেন বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। তিনি বলেন, “গানটা খুবই যুক্তিযুক্ত হয়েছে। ওঁকে পাঁচ বার সিবিআই তলব করেছে আর পাঁচ বারই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ভাবে তিনি আদালত অবমাননা করেছেন। তিনি কতটা অসুস্থ, তা শুধু আমরা নয় গোটা রাজ্যের মানুষ জানেন ।”
গরুপাচার-কাণ্ডে এর আগে চারবার সিবিআই’য়ের হাজিরা এড়ালেও এদিন নিজাম প্যালেসে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির হাজির হওয়ার বিষয়টি একপ্রকার নিশ্চিত ছিল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়ার আগেই বীরভূম থেকে চিনার পার্কের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ৷ কিন্তু শেষ মুহূর্তে গল্পে টুইস্ট ৷ অনুব্রতর আইনজীবীরা বলছেন নিজাম প্যালেসে যাওয়ার পথে হঠাৎই অসুস্থতা বোধ করেন অনুব্রত মণ্ডল। এরপর নিজাম প্যালেস নয়, কেষ্ট পৌঁছন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ৷
হাসপাতালে পৌঁছনোর সময় ছিলেন অনুব্রতর বুকে ব্যথা ছিল, শ্বাসকষ্টও হচ্ছিল ৷ এরপর টানা তিন ঘণ্টা ধরে পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে দুপুর ২টো নাগাদ হাসপাতাল তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ভর্তি নেওয়া হয়েছে অনুব্রতকে ৷ পাঁচ জন চিকিৎসকের একটি দল তাঁকে দফায়-দফায় পরীক্ষা করেন ৷ ভর্তি নেওয়ার কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুব্রত মণ্ডলের ইসিজিতে সমস্যা দেখা গিয়েছে ৷ পাশাপাশি তাঁর একটি পুরনো ক্ষততে সংক্রমণ ছড়িয়েছে ৷ শ্বাসকষ্টজনিত অসুবিধার কারণে বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতাকে অক্সিজেনও দেওয়া হচ্ছে ৷ কোমর্বিডিটির কারণে অনুব্রতর সুগার এবং প্রেসারও নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছেন চিকিৎসকেরা ।
যদিও এ দিনই সিবিআইকে চিঠি দিয়েছেন অনুব্রত । লিখেছেন, চাইলে এসএসকেএম-এ এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে । দুপুর পৌনে দুটো নাগাদ নিজাম প্যালেসে সিবিআই-এর কাছে আসেন অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীবকুমার দাঁ এবং অনির্বাণ ঠাকুরতা । অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আরও চার সপ্তাহ সময় চেয়েছেন তাঁরা ৷ কারণ তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক । এসএসকেএমে চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তার পর অনুব্রত মণ্ডলের আইনজীবীরা নথিপত্র নিয়ে সিবিআই দফতরে পৌঁছন । তাঁরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেন, সংস্থা তদন্তের নামে অনুব্রত মণ্ডলকে নাজেহাল করছে ৷ গরুপাচার কাণ্ডে আজ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতির । কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি এসএসকেএমের উডর্বান ওয়ার্ডে ভর্তি হয়েছেন । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ।