কলকাতা: বিক্ষিপ্ত বৃষ্টির মধ্যেও গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর। তবে আবহাওয়া দফতরের একটি বার্তার দিকেই নজর সবার। বঙ্গে কবে ঢুকছে বর্ষা। মৌসম ভবন জানাচ্ছে, অনুকূল পরিবেশে এগোচ্ছে মৌসুমি বায়ু। অর্থাৎ, নির্ধারিত সময়ের আগেই বঙ্গে ঢুকতে পারে বর্ষা।
মৌসম ভবন জানাচ্ছে, এগোচ্ছে মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগর এর বেশিরভাগ অংশে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে কিছু অংশে প্রবেশ করেছে। নির্ধারিত সময়ের ছদিন আগেই ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বর্ষার প্রবেশ আন্দামানে।
আগামী ৪৮ ঘণ্টায় মৌসুমী বায়ু সম্পূর্ণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে বেশিরভাগ অংশ এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে প্রবেশ করবে। বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে ব্যাপক বৃষ্টির আশঙ্কা। আগামী ৪ থেকে ৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামানে।
Andaman and Nicobar islands and adjoining areas are experiencing rainfall due to strengthening south-westerly winds. Southwest monsoon covers most parts of Andaman Nicobar islands, six day ahead of its scheduled: @Indiametdept
— PB-SHABD (@PBSHABD) May 17, 2022
এদিকে অশনির জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। আবাহওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।
এদিন কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দিনভর। সন্ধের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: NJP Station: নিউ জলপাইগুড়ি স্টেশনকে বিশ্বমানের করার জন্য রেলের বরাদ্দ ৩৫০ কোটি
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।