মাইক্রোওভেন থেকে খাবার নয়,হাতে গরম বই বের করলেন অভিনেত্রী করিনা কাপুর খান।আজ্ঞে হ্যাঁ,এমন ভিডিওই বেবো শেয়ার করলেন নিজের ইনস্টা হ্যান্ডেলে।কি? বিষয়টা বিশদে জানতে ইচ্ছে করছে তো? কিছুদিন আগেই দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন করিনা।এই কঠিন করোনাকালে মা হওয়াটা যে মোটেও সহজ ব্যাপার নয়, সেটা হাড়ে হাড়ে বুঝেছেন তিনি। দ্বিতীয়বার মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে আস্ত একটি বই লিখে ফেলেছেন সইফ পত্নী।তাঁর লেখা বইয়ের নাম ‘করিনা কাপুর খানস প্রেগনেন্সি বাইবেল’।নিজের এই বই নিয়ে ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখলেন,প্রেগনেন্সি চলাকালীন ভালো দিনের পাশাপাশি কিছুদিন তার খুব খারাপও কেটেছে।কিছুদিন তিনি কাজকর্ম করেছেন,দৌড়ঝাঁপ করেছেন।আবার এমনও দিন গিয়েছে যখন বিছানা থেকে নামতেই প্রাণ বেরিয়ে গিয়েছে বেবোর।সেইরকম ব্যক্তিগত নানা অনুভূতিই রয়েছে এই বইতে। পাশাপাশি করিনা জানিয়েছেন,অনেকদিন ধরে এই বই-ই তাঁর তৃতীয় সন্তান।প্রি-অর্ডার করলে বাড়িতে বসেই মিলবে করিনার প্রেগনেন্সি বাইবেল।