বসিরহাট: বনগাঁ-বারাসত রেঞ্জের যৌথ অভিযানে ২৫টি বস্তায় ভরে কচ্ছপ পাচারের সময় ধরা পড়ল ২ জন। উদ্ধার কচ্ছপগুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। বসিরহাটের স্বরূপনগর চারঘাটে কয়েক টন কচ্ছপ উদ্ধার হয়। বাড়ির সামনে বস্তাবন্দি অবস্থায় রাখা ছিল কয়েকশো কচ্ছপ। চোরাবাজারে যার দাম কয়েক লক্ষ টাকার মতো।
জালে পাচারকারী
রবিবার সকালে গোপন সূত্রে বন দফতরের কাছে কচ্ছপ পাচারের চেষ্টার খবর যায়। চারঘাট এলাকায় স্বপন বণিকের বাড়ি বনগাঁয়। সুকুমারের বাড়ি স্বরূপনগর সারাফুল এলাকায়। এই দুই পাচারকারীকে গ্রেফতার করেছে বন দফতর। এরা কচ্ছপগুলো চারঘাট এলাকায় বস্তাবন্দি অবস্থায় জড়ো করেছিল। প্রাথমিক তদন্তে অনুমান, বাংলাদেশ থেকে কচ্ছপগুলো আনা হয়েছে। ধৃত দুই কচ্ছপ পাচারকারীকে এদিনই বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এদের সঙ্গে আন্তর্জাতিক কচ্ছপ পাচারকারীদের যোগসূত্র আছে কি না সেটাও খতিয়ে দেখছে বনদফতর।
আরও পড়ুন: Weather Update: তাপমাত্রা আরও বাড়বে, আজ বিকেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতায়
বারাসত রেঞ্জের বন আধিকারিক ভাস্করজ্যোতি পাল বলেন, আমরা গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযানে কচ্ছপ উদ্ধার করেছি। দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করা হচ্ছে। এদের সঙ্গে আরও কোনও বড় পাচারচক্র জড়িত আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এগুলোকে সুস্থ করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।