বারাসত: বারাসত রেল ষ্টেশন সংলগ্ন দুই পারের এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ওভার ব্রিজ বন্ধ করার বিজ্ঞপ্তি জারি করল রেল কর্তৃপক্ষ। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘদিনের পুরনো বারাসাত ৫ নম্বর প্ল্যাটফর্মের এই ব্রিজ। ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মের আসার একমাত্র উপায় ছিল এই ব্রিজ। সেই ব্রিজ বন্ধের সিদ্ধান্ত নিতেই সমস্যার সূত্রপাত রেল লাইনের উপরে থাকা সাধারণ মানুষের।
এর আগে একাধিকবার এই ব্রিজ যাতে বন্ধ না করা হয় তার জন্য রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। কিন্তু তাতেও কোনও সুরাহা মেলেনি। অবশেষে মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা স্টেশন মাস্টারের কাছে এসে বিক্ষোভ দেখাতে থাকে এবং তাদের দাবি, বন্ধ হয়ে যাওয়া পুরনো ব্রিজ পুনরায় চালু করতে হবে। তবে রেল কর্তৃপক্ষ এই ব্রিজের পরিবর্তে নতুন একটি ব্রিজ চালু করেছে। কিন্তু এর ফলে সাধারণ মানুষ যারা ব্রিজে যাতায়াত করছেন, তাঁদের টিকিট পরীক্ষকের হাতে আটক হতে হচ্ছে। এ কারণে এলাকার মানুষেরা চাইছে পুরাতন ব্রিজ যেভাবে মানুষ যাতায়াত করত তা যাতায়াতের উপযুক্ত করে দিক রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: Teesta River: তিস্তা নদীতে লাল সতর্কতা সেচ দফতরের
যদিও রেল সূত্রে খবর, দীর্ঘদিনের ওই ওভার ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার পর বিশেষজ্ঞরা ব্রিজ বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন। সেই নির্দেশ মতোই ব্রিজ বন্ধ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ইতিমধ্যেই ডিআরএমকে জানানো হয়েছে। সেখান থেকে কোনওরকম সুনির্দিষ্ট নির্দেশ না আসা পর্যন্ত ব্রিজ চালু করা সম্ভব না। এখন রেল কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।