কলকাতা টিভি ওয়েব ডেস্ক: সাত সকালে বাগানে কাজে যোগ দিতে গিয়ে চোখ কপালে বাগান শ্রমিকদের। বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তিনটি বাইসন। সেই বাইসনকে ঘিরে আতঙ্ক ছড়াল ডুয়ার্সের কারবালা চা বাগানে।
প্রতিদিনের মতো শনিবারও সকালবেলা চা বাগানে কাজে যাচ্ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। কিন্তু হঠাৎই তাঁরা দেখেন তিনটি বাইসন। কারবালা চা বাগানে ঘুরে বেড়াচ্ছে ওই বাইসনগুলি। আর তা দেখেই আতঙ্ক ছড়ায় এলাকায়। চা বাগানের শ্রমিকরা তাড়া দেয় বাইসনগুলিকে। চা বাগানের চারদিকে ছুটতে থাকে বাইসনগুলি। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বন দফতরের কর্মীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় ওই বাইসনগুলিকে ওই এলাকা থেকে জঙ্গলে ফেরানো হয়।
আরও পড়ুন: Lal Bazar: মাটিয়া ধর্ষণকাণ্ডে তদন্তকারী অফিসার সহ তিন পুলিস আধিকারিককে তলব লাল বাজারের
বন কর্মীদের অনুমান, ডায়না জঙ্গল অথবা রেতি জঙ্গল থেকেই বাইসনগুলি বেরিয়ে ছিল খাবারের সন্ধানে। তবে দীর্ঘক্ষণের চেষ্টার পর বাইসনগুলিকে রেতি জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় কোনও হতাহত হয়নি। এরপরে যাতে এমন ঘটনা না হয়, সেদিকে নজর রাখছে বন দফতর। তবে এদিনের এই ঘটনায় যথেষ্টই আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা।