কলকাতা: বগটুই ও ভাদু শেখ খুনের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে আদালতে রিপোর্ট জমা করল সিবিআই। এর আগেই বগটুই হত্যাকাণ্ডে অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। তার মধ্যে নিম্ন আদালতরে দুজনের জামিন হয়ে যায়। সিবিআই ওই দুজনকে হেফাজতে নিতে চায়। কলকাতা হাইকোর্ট সোমবার ওই ২ জনের জামিন বাতিলের আবেদন-সহ তদন্তের গতিপ্রকৃতি বিস্তারিত তথ্য তলব করেছে সিবিআইয়ের কাছে। কী কারণে অভিযুক্তরা জামিন পেল এবং কী কারণে সিবিআই জামিনের বিরোধিতা করছে, হলপনামায় তারও উল্লেখ থাকতে হবে বলে আদালতের নির্দেশ।
আর এক আইনজীবী ফিরোজ এডুলডি জানান, বগটুই-কাণ্ডে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। আদালতের নজরদারিতেই তদন্ত চলছে। তাই নিম্ন আদালত জামিন মঞ্জুর করলেও হাইকোর্টের তা বাতিল করার ক্ষমতা রয়েছে।
অপর আইনজীবী কৌস্তুভ বাগচি দাবি করেন, বগটুইয়ের মামলা বীরভূম জেলা আদালত থেকে অন্যত্র স্থানান্তর করা হোক।