ভারতের অন্যতম সেরা মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে অনুষ্কা শর্মা অভিনয় করছেন,গত বছর থেকেই চলছে সেই জল্পনা।গতবছর অনুষ্কা-ঝুলনের একটি ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হলেও এখনও শুরু হয়নি ছবির শ্যুটিং। শাহরুখ খানের সঙ্গে জিরো-তে শেষ বার রূপোলি পর্দায় ধরা দিয়েছিলেন পরি-র নায়িকা।এরপর বিজ্ঞাপনে দেখা গেলেও, আর রূপোলি পর্দায় দেখা যায়নি তাঁকে।অবশ্য একাধিক ছবি এবং ওয়েব সিরিজের প্রযোজনা করেছেন অনুষ্কা।খুব শীঘ্রই ওয়েবে আসতে চলেছে তাঁর একাধিক প্রযোজনা।অবশেষে জানা গেল ঝুলন গোস্বামীর বায়োপিক নিয়ে লেটেস্ট আপডেট।এ বহু প্রতীক্ষিত ছবির শ্যুটিং নিয়ে আর টালবাহানা করতে চান না অনুষ্কা।চলতি বছরের শেষেই শ্যুটিং শুরু করতে চান বিরাট পত্নী।কিন্তু ছবির শ্যুটিং শুরুতে এত দেরি কেন?অনুষ্কার ঘনিষ্ট সূত্রে খবর,গত বছর শ্যুটিং শুরুর সবরকম প্রস্ততির পর সন্তানসম্ভবা হয়ে পড়েন অনুষ্কা।এরপর ভমিকার জন্ম দেন তিনি।ভমিকা এখনও খুবই ছোট।তাকে একা ফেলে শ্যুটিংয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না,পাশাপাশি রূপোলি পর্দার পারফেক্ট ঝুলন হয়ে উঠতে আরও ফিট হতে হবে।তাই আরও একটু সময় নিতে চান নায়িকা।তারপরই তিনি শুরু করে দেবেন ঝুলন গোস্বামীর বায়োপিকের শ্যুটিং।