কলকাতা: অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনায় সিবিআই তদন্তের দাবি করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। খুব শীঘ্রই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের গাড়ি দুর্ঘটনায় সিবিআই তদন্তের দাবি চেয়ে তাঁর চিঠি পৌঁছবে প্রধানমন্ত্রীর দফতরে, এমনই হুঁশিয়ারি অনুপমের।
মঙ্গলবার রাতে অনুব্রতর দেহরক্ষী সায়গলের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ইলামবাজারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা মারে দেহরক্ষীর গাড়িটি। ঘটনস্থলেই মৃত্যু হয় সায়গলের মেয়ে সহ দুজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সায়গল।
এই ঘটনারই সিবিআই তদন্ত চেয়ে ফেসবুক পোস্ট করেন বিজেপি নেতা অনুপম হাজরা। সেখানে তিনি লেখেন, মঙ্গলবার সায়গলের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় সায়গলের মেয়ে এবং অন্য আর এক আরোহী। অনুব্রত মণ্ডলের সবচেয়ে কাছের, বিশ্বস্ত এবং সবথেকে পুরনো দেহরক্ষী হলেন সায়গল হোসেন। যাঁর ঘাড়ে হাত রেখে তিনি হাঁটাচলা করতেন। আশা রাখব, সিবিআইয়ের সঙ্গে লুকোচুরি খেলাকালীন তাঁর অন্য কোনও কাছের দেহরক্ষীর এমন দুর্ঘটনা ঘটবে না।