হাওড়া : রাস্তার ধারে থাকা কুকুরদের উপর চলে অমানবিক অত্যাচার অত্যাচার। ওই অত্যাচারের প্রতিবাদ করতেই হুমকির মুখে এক পশুপ্রেমী পরিবার। হাওড়ার ব্যাটরা থানা এলাকার ঘটনা | থানায় অভিযোগ দায়ের করেছে ওই পরিবার।
খড়্গপুরের পর এবার হাওড়া , এলাকার কুকুরদের ওপর উঠল অকথ্য অত্যাচারের অভিযোগ | এক পশুপ্রেমী পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, কুকরদের মেরে পা ভেঙে দেওয়ার হচ্ছে। কখনও বা বিষ খাওয়ানো হচ্ছে বলেো অভিযোগ করে ওই পরিবার |
দীপাবলির সময় থেকেই কারণে অকারণে রাস্তার কুকুরদের উপর অত্যাচার করার অভিযোগ উঠেছে। এর আগেও বুধবার রাতে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে বছর তিনেকের কুকুরের পায়ে চকোলেট বোমা বেঁধে দেওয়া হয়েছিল৷ সেই চকলেট বোমা ফেটে কুকুরটির পিছনের একটি পা অর্ধেক উড়ে গিয়েছে। লেজও ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ
খবর পেয়ে, স্থানীয় এক পশুপ্রেমী সংস্থা কুকুরটিকে উদ্ধার করে৷ চিকিৎসকের পরামর্শ অনুসারে, শুক্রবার কুকুরটির অস্ত্রোপচার করা হয়েছে। কুকুরটির এখনও শুশ্রূষা চলছে।