কলকাতা টিভি ওয়েব ডেস্ক: তিন দিনের সফরে বুধবার রাতে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত বছর বিধানসভা নির্বাচনে বিজেপির বিপর্যয়ের পর এই প্রথম রাজ্যে পা দিচ্ছেন অমিত শাহ। এমন একটা সময়ে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি পশ্চিমবঙ্গে আসছেন, যখন রাজ্য বিজেপি চুড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। রাজ্যস্তরের নেতারা একে অপরের বিরুদ্ধে মুখ খুলেই চলেছেন। যে যাঁকে পারছেন আক্রমণ করছেন, চলছে পালটা আক্রমণও। এই আবহে অমিত শাহ রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকেও বসবেন বলে দলীয় সূত্রের খবর। তবে তিনি বৈঠক করলেই রাজ্য বিজেপির কোন্দল মিটে যাবে এমনটা মনে করছে না রাজনৈতিক মহল।
আরও পড়ুন: Calcutta High Court On Terrorist: এজলাসে দাঁড়িয়ে ইংরেজিতে সওয়াল লস্কর জঙ্গির
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, বুধবার রাতে অমিত শাহ কলকাতায় হাজির হচ্ছেন। বৃহস্পতিবার দিনভর তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ এবং হরিদাসপুর সামান্তে যাওয়ার কথা। সেখানে বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ওইদিনই বিকেলে অমিত শাহ চলে যাবেন উত্তরবঙ্গে। বিকেলেই শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামে তাঁর জনসভা রয়েছে। রাতেই শিলিগুড়িতে সেখানকার বিশিষ্টজন এবং উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার অমিত শাহ যাবেন দার্জিলিং এবং কোচবিহারে। ওইদিনই দুপুরে তিনি কলকাতায় ফিরবেন। বিকেলে ভিক্টরিয়া মেমোরিয়াল হলে তাঁর কর্মসূচি রয়েছে। যাওয়ার কথা আছে বিজেপি রাজ্য দফতরেও। সেখানে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে। সেই বৈঠক সেরে রাতেই দিল্লি উড়ে যাবেন অমিত শাহ।