কলকাতা: রাজনৈতিক নেতারা ভ্যাকসিনের কুপন বিলি করতে পারবেন না। কড়া পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ভ্যাকসিনের জন্য যে কুপন বিলি করা হচ্ছে তা কোনভাবেই যেন রাজনৈতিক নেতারা বিলি না করতে পারে সেই দিকে নজর দিতে বলেন মুখ্য সচিব।
ভ্যাকসিন নিতে গিয়ে রোজ বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ। সেই কারণেই ভ্যাকসিনের কুপনের ব্যবস্থা করা হয়েছে। অথচ উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন ঘটনা নজরে এসেছে। যেখানে রাজনৈতিক নেতাদের দেখা গিয়েছে কুপন বিলি করোতে। উঠেছে স্বজন পোষনের অভিযোগও। এই ঘটনায় নজরে আসার পর মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি খতিয়ে দেখতে বলেছিলেন।
আরও পড়ুন – ৩০-৩৫ শতাংশ সিলেবাস কমিয়ে করোনাকালে পড়ুয়াদের চাপ কমাচ্ছে নবান্ন
এর পরেই মঙ্গলবার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্স করেন রাজ্যের মুখ্য সচিব। তিনি বলেন, সরকারি আধিকারিকরা ঠিক করে দেবেন কোথায় ভ্যাকসিনেশন সেন্টার হবে। অন্য কোন ব্যক্তির কথায় কোথাও ভ্যাকসিনেশন সেন্টার করা যাবে না বলে কড়া বার্তা দিয়েছেন তিনি।
আরও পড়ুন – টানা চার দিন সংক্রমণ ১০০-র উপরে, চিন্তা বাড়াচ্ছে কলকাতা-উত্তর ২৪ পরগনা
এছাড়াও এদিন জেলাশাসক দের সঙ্গে বৈঠক করা হয়েছে নবান্নের তরফে। যে সব জেলাগুলো করানার পজিটিভিটি রেট দুই শতাংশের ওপর রয়েছে তাদের পরিস্থিতির উপর কড়া নজর দিতে বলা হয়েছে। দার্জিলিং, নদিয়া, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনায় করোনা নিয়ে জেলাশাসকদের বিশেষ নজর দিতে বলা হয়েছে। জোর দিতে বলা হয়েছে করোনা টেস্টিংয়ের ওপরও।