মথুরা: মথুরার জেলাশাসক নবনীত চাহালের বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল এলাহাবাদ হাইকোর্ট। আদালত অবমাননার দায়ে সম্প্রতি ওই পরোয়ানা জারি করেছেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সরল শ্রীবাস্তব। জেলাশাসকের বিরুদ্ধে অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও তিনি পেনশনভোগীদের সুবিধা দেননি। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, তার বিরুদ্ধে রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করেছে। আদালত মনে করছে, এটা আদালত ইচ্ছাকৃত আদালত অবমাননার সামিল।
২০২১ সালের সেপ্টেম্বর মাসে এলাহাবাদ হাইকোর্ট ২০১৬ সালের একটি সরকারি নির্দেশ খারিজ করে দেয়। আদালত বলে, রাজ্য রাজস্ব পর্ষদকে সংশ্লিষ্ট আবেদনকারীদের পেনশন দিতে হবে। পেনশনের দাবিতে অনেক কর্মচারী আদালতে আবেদন করেন। তাঁদেরই পেনশন দিতে বলেছিল হাইকোর্ট।
হাইকোর্ট বলে, রাজ্য সরকার আদালতের নির্দেশকে হেলাফেলা করেছে। খোদ জেলাশাসক তাঁর দাখিল করা হলফনামায় আদালতের নির্দেশ অমান্য করে আবেদনকারীদের পেনশন দিতে সরকার অপারগ বলে জানায়। আদালতের পর্যবেক্ষণ, তার নির্দেশের উপর যখন স্থগিতাদেশ হয়নি বা মামলা খারিজ হয়নি, তখন এই নির্দেশ বহাল আছে বলেই ধরে নিতে হবে। সেই নির্দেশ কেউ অমান্য করতে পারে না।
আরও পড়ুন: Calcutta High Court: তিন সপ্তাহ পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট প্রত্যাহার
আদালত কড়া ভাষায় বলেছে, জেলাশাসক ঠিক কাজ করেননি। তিনি আদালতের সরল ভাষা কেন বুঝতে পারেননি, তা মাথায় আসছে না। বিচারপতি বলেন, এই অবস্থায় আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না। আদালতের উপর যাতে সাধারণ মানুষের আস্থা থাকে এবং আদালতের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্যই জেলাশাসকের বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। তাঁকে ১২ মের মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করতে হবে।