বহরমপুর: রাজ্যপালের মন্তব্যকে তীব্র কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর। বিধানসভা ভবনে বিআর অম্বেদকরকে শ্রদ্ধা জানাতে গিয়ে অধ্যক্ষের সামনেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই মন্তব্যকে তীব্র কটাক্ষ করে অধীর বলেন, রাজ্য যেখানে সাংবিধানিক সংকটের সম্মুখীন, সেখানে রাজ্যপাল রোজ রোজ জ্ঞান দিয়ে চলেছেন।
বৃহস্পতিবার বহরমপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে অধীর বলেন, রাজ্যপাল দীর্ঘদিন ধরে বড় বড় জ্ঞান দিচ্ছেন। কিন্তু রাজ্যের বিভিন্ন ঘটনা থেকে বেরিয়ে আসার কী উপায় রয়েছে, সে কথা বলতে পারছেন না তিনি। পশ্চিমবঙ্গে কিছু করার জন্য ভারত সরকারের কাছে কী পরামর্শ দিচ্ছেন রাজ্যপাল, সেটাই জানতে চায় কংগ্রেস।
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে এদিন বিধানসভা ভবনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সামনেই সরব হন রাজ্যপাল। তিনি বলেন, বি আর আম্বেদকরের নীতি আমাদের মেনে চলা উচিত। আজ আম্বেদকরের জন্মদিন। সবাইকে বলছি, গণতন্ত্র বজায় রাখুন। আমরা সংবিধানের প্রতি দায়বদ্ধ। রাজ্যের সাম্প্রতিক কিছু ঘটনা আমাকে অবাক করেছে।
আরও পড়ুন: Jangipara: জাঙ্গিপাড়ায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার
স্কুল সার্ভিস কমিশনের মামলাকে ঘিরে ইদানিং কলকাতা হাইকোর্টে যা চলছে, সেই প্রসঙ্গ উঠে আসে রাজ্যপালের বক্তব্যে। তিনি বলেন, হাইকোর্টে যা হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তদন্ত সঠিক পথে হওয়া উচিত। আমার সঙ্গে গতকাল মুখ্যসচিব এবং রাজ্য পুলিসের ডিজি-র বৈঠক হয়েছে। এর পরই রাজ্যপালের পরামর্শ, রাজ্যের শাসন ব্যবস্থা যেন সংবিধানের মধ্যে থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে।
রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল। তিনি বলেন, আমাদের রাজ্যে অনেক কিছু করার আছে। মহিলাদের অনেক ক্ষমতা দিয়েছে এই রাজ্য। তবু নারী নির্যাতন কমছে না। মহিলাদের জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। এখানে আমলারাও রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন। নির্বাচন-পরবর্তী হিংসায় অনেকেই মারা গিয়েছেন। শাসন ব্যবস্থা সব সময় একটি নির্দিষ্ট দিক দিয়ে চলা উচিত বলে মনে করেন রাজ্যপাল।
আরও পড়ুন: Weather Forecast: চৈত্র সংক্রান্তিতে বৃষ্টি নামিয়ে বর্ষবরণ প্রকৃতির