কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আধার কার্ডের ছবি কাউকে শেয়ার না করার নির্দেশিকা। যদি কোনও প্রয়োজনে আধার কার্ডের ছবি কাউকে পাঠাতেই হয়, তাহলে মুখ ঢাকা ছবি ব্যবহারের পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার। আধার কার্ডের অপব্যবহার রুখতেই এ ধরনের সতর্কতা পরামর্শ দিয়েছে কেন্দ্র।
রবিবার এক প্রেস বিবৃতিতে কেন্দ্র বলেছে, আধার কার্ডের ফটোকপি কাউকে না-দেওয়াই ভালো। কোনও সংস্থা যদি আধার কার্ডের নকল কপি চায়, তাহলে মুখ ঢাকা ছবির ফটোকপি পাঠানোই ভালো। এতে কার্ডের অপব্যবহার রোখা সহজ। এক্ষেত্রে আধার নম্বরের শেষ চারটি নম্বর দেখা যাবে, এমনভাবে ফটোকপি করাই বাঞ্ছনীয় বলে ওই বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, লাইসেন্সহীন কোনও হোটেল কিংবা সিনেমা হলের আধার কার্ডের কপি চাওয়ার অনুমতি নেই। যেসব সংস্থার কাছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার স্বীকৃত লাইসেন্স আছে, কেবলমাত্র তারাই কোনও ব্যক্তির কাছ থেকে আধার কার্ডের কপি নিয়ে পরিচয় যাচাই করার অধিকারী। কোনও সংস্থাকে আধারের নকল দেওয়ার আগে যাচাই করা প্রয়োজন যে, সেই সংস্থার আদৌ ইউআইডিএআইয়ের স্বীকৃত লাইসেন্স আছে কি নেই। অতিরিক্ত সতর্কতা হিসেবে কেন্দ্র বলেছে, দেশের মানুষ যেন রাস্তাঘাটে গজিয়ে ওঠা ইন্টারনেট কাফে থেকে বা বহু লোকের ব্যবহার করা কম্পিউটার থেকে আধার কার্ড ডাউনলোড না করেন।
কীভাবে পাবেন মুখ ঢাকা আধার কার্ড?
১। মুখ ঢাকা আধার কার্ড ইউআইডিএআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারা যাবে।
২। সেখানে আপনার ১২ ডিডিটের আধার কার্ড নম্বরটি লিখুন।
৩। তারপর ডু ইউ ওয়ান্ট এ মাস্কড আধার অপশনটি বাছাই করুন।
৪। এরপর মুখ ঢাকা আধার কার্ডের কপি ডাউনলোড করে নিন।