ক্যানিং: দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা মাতলা নদীর বুকে ভাসছে এক মহিলা। মৎসজীবীরা তড়িঘড়ি খবর দেয় পুলিসকে।মৎস্যজীবীরা নৌকায় চেপে উদ্ধারে যান মাঝ নদীতে। মাঝ নদী থেকে দেহ তোলা হয় নৌকায়। হঠাৎই নৌকায় উঠে বসে ওই মহিলা। মৃত মহিলা বেঁচে উঠল নৌকায়। আর তারপরই চক্ষু চড়কগাছ মৎস্যজীবী থেকে পুলিসের। সোমবার ঘটনাটি ঘটেছে, ক্যানিংয়ের মাতলা নদীর গোলাবাড়ি জেটি ঘাট এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার নাম গান্ধারী মণ্ডল। বাড়ি গোলাবাড়ির হাটখোলা অঞ্চলের হালদার পাড়া। দীর্ঘদিন ধরে তিনি নদীতে মাছ ধরতেন। বেশ কয়েক বছর সে মাছ ধরা থেকে বিরত ছিল। এদিন বেশ কয়েকজন মহিলা যখন মাছ ধরছিল, সে কীভাবে তাদেরকে দেখে নদীর মাঝখানে চলে যায় এবং কখন যে তলিয়ে যায়, সে কিছুই বলতে পারেনি।
আরও পড়ুন: Corona Updates: চোখ রাঙাচ্ছে করোনা, দেশে আবারও বাড়ল সংক্রমণের সংখ্যা
স্থানীয় মৎস্যজীবীরা জানায়, মৃতদেহ ভেবে তড়িঘড়ি গোলাবাড়ি পুলিসকে খবর দেওয়া হয়। তবে নদীর ওপাড়ে মহিলা ভাসতে থাকায় ওই এলাকা বাসন্তী থানাার অধীনে চলে যায়। দীর্ঘ অনুরোধের পর মৎস্যজীবীদের ওই মহিলাকে উদ্ধার করতে অনুমতি দেয় পুলিস। মহিলাকে উদ্ধার করে তুলতেই নৌকায় উঠে বসেন তিনি। নৌকাের মাঝখানেই গান্ধারী কথা বলতে থাকেন। কীভাবে এমন হল, কী করে তিনি মাঝ নদীতে চলে আসেন সমস্ত কিছু তাঁর কাছে জানতে চাওয়া হয়। তবে কিছুই বলতে পারেননি তিনি। দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক সুস্থ আছে বলে জানান। এরপরই গান্ধারীকে বাড়ি পৌঁছে দেয় গোলাবাড়ি থানা পুলিস।